
শাহজালাল (রাসেল)
২২ মার্চ শনিবার বিকেলে রাজধানীর নয়াপল্টন জোনাকী কনভেনশন হলে এ আলোচনা সভা সম্প্রীতি সম্মেলন দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ইলেক্ট্রনিক্স বিজনেস এসোসিয়েশনের সভাপতি, মোঃ আবুল কাসেম খোকন এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মোঃ একরামুল হক পাটোয়ারী, সাধারণ সম্পাদক বাংলাদেশ ইলেক্ট্রনিক্স বিজনেস এসোসিয়েশন, শামীম হোসেন সহ-সভাপতি বাংলাদেশ ইলেক্ট্রনিক্স বিজনেস এসোসিয়েশন।
বাংলাদেশ ইলেক্ট্রনিক্স বিজনেস এসোসিয়েশন ব্যবসায়ীদের ব্যবসার স্বাধীনতা সংহত করা এবং ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ করা ও তাদের মধ্যে পারস্পরিক একতা সম্প্রতি ও সহমর্মিতামূলক সম্পর্ক স্থাপন ও তাদের সর্বজনীয় কল্যাণের চেষ্টা করা। ব্যবসায়ীদের আর্থিক ও সামাজিক ক্ষতি থেকে উত্তোরণ, নিরাপত্তা, প্রশিক্ষণ ও ব্যবসায়ীদের মুনাফা লাভ নিশ্চিত করা।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশের স্বনামধন্য ইলেকট্রনিক্স কোম্পানী যমুনার হেড অব সেলস মাকসুদুল ইসলাম, ডিরেক্টর অব মার্কেটিং সেলিম উল্লাহ, ভিস্তা ইলেক্ট্রনিক্স এর ম্যানেজিং ডিরেক্টর মোঃ আকাশ, রেংকন ইলেকট্রনিক্স এর ন্যাশনাল সেলস ম্যানেজার শিহাব উদ্দিন, স্যামসাং ইলেকট্রনিক্স এর এডমিন ম্যানেজার জাহাঙ্গীর হোসেন, IBWF এর সেক্রেটারী ফারুক আহমেদ এবং অন্যান্য কোম্পানির মালিকপক্ষ এবং প্রতিনিধিগণ, আরও উপস্থিত ছিলেন জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ শফিকুল ইসলাম সহ দেশীয় কোম্পানির পক্ষ থেকে প্রতিনিধিগণ এবং বাংলাদেশ ইলেক্ট্রনিক্স বিজনেস এসোসিয়েশনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
সঞ্চালনায় ছিলেন মনির হোসেন, প্রচার সম্পাদক ও আমির হামজা তকি, ইকরা শিল্পী গোষ্ঠী।