
মোঃ মোহন আলী।।
ঢাকা কলেজ অডিটোরিয়ামে বাংলাদেশ ইসলামিক স্টাডিজ ফোরামের উদ্যোগে “চরম সংকট আবর্তে ইসলাম শিক্ষা: উত্তরণ কর্মসূচি” শীর্ষক জাতীয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান। কী-নোট উপস্থাপন করেন বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আবদুর সবুর মাতব্বর।
বক্তারা বলেন, রাষ্ট্রধর্ম ইসলাম থাকা সত্ত্বেও শিক্ষায় ইসলাম ও নৈতিক শিক্ষা ক্রমশ অবহেলিত হচ্ছে, ফলে সমাজে নৈতিক অবক্ষয় ও দুর্নীতি বৃদ্ধি পাচ্ছে। শিক্ষার প্রতিটি স্তরে ইসলাম ও নৈতিক শিক্ষার অন্তর্ভুক্তি জরুরি বলে তারা উল্লেখ করেন।
কর্মশালায় প্রস্তাব করা হয়: প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত ইসলাম ও নৈতিক শিক্ষা বাধ্যতামূলক করা, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজ বিভাগ চালু করা এবং প্রশাসন ও পেশাগত প্রশিক্ষণে নৈতিক শিক্ষা অন্তর্ভুক্ত করা।
সভাপতি প্রফেসর ড. শাহ মুহাম্মদ আব্দুর রহীম সমাপনী বক্তব্যে বলেন, “একটি সুস্থ, নৈতিক ও দায়িত্বশীল সমাজ গঠনে ইসলামিক শিক্ষা অপরিহার্য। তরুণ প্রজন্মকে সৎ ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য আমাদের শিক্ষা ব্যবস্থায় অবিলম্বে সংস্কার প্রয়োজন। বাংলাদেশ ইসলামিক স্টাডিজ ফোরাম এ লক্ষ্যে ধারাবাহিকভাবে কাজ করবে।