বাংলাদেশ-কুয়েত পররাষ্ট্রস‌চিব পর্যায়ে বৈঠক চলছে

রবিবার, অক্টোবর ১৯, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: কুয়েতের সঙ্গে সচিব পর্যায়ের আলোচনার প্ল্যাটফর্ম ফরেন অফিস কনসালটেশন (এফওসি) বসেছে বাংলাদেশ।

রোববার (১৯ অক্টোবর) ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সা‌ড়ে ১১টার পর বৈঠক‌টি শুরু হয়।

বৈঠকে বাংলাদেশের নেতৃত্ব দি‌চ্ছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব ও পশ্চিম) মো. নজরুল ইসলাম। কুয়েতের পক্ষে নেতৃত্ব দি‌চ্ছেন দেশটির এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রদূত সামি ঈসা জোহর হায়াত।

সং‌শ্লিষ্টরা বল‌ছেন, বৈঠকে পররাষ্ট্রসচিবেরা রাজনৈতিক পরিসরে সম্পর্ক জোরদার, ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন খাতে দুই দেশের মধ্যে সহযোগিতা নিয়ে আলোচনা করার কথা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বৈঠকে দূতাবাস স্থাপনের জন্য উভয় দেশের মধ্যে প্লট বরাদ্দ হস্তান্তর, শ্রমবাজার, ঢাকা-কুয়েতের মধ্যে সরাসরি ফ্লাইট চালু, তথ্য-প্রযুক্তি ডিজিটাল অর্থনীতির ক্ষেত্রে সহযোগিতা, ঢাকার পূর্বাচলে ইমাম প্রশিক্ষণ কেন্দ্র সহযোগিতা, অবকাঠামোখাতে সহযোগিতা, কৃষি এবং কুয়েতে হালাল পণ্যের অ্যাক্রিডিটেড সার্টিফিকেট বা সনদ পেতে সহেযাগিতা নিয়ে আলোচনা হবে।

ঢাকার একটি নির্ভরযোগ্য কূটনৈতিক সূত্র বলছে, কুয়েত থেকে সার কিনতে চায় বাংলাদেশ। বৈঠকে সার কেনান বিষয়ে আলোচনা করবে ঢাকা। শ্রমবাজার ইস্যুতে গুরত্ব দেওয়া হবে। কুয়েতের সঙ্গে বাংলাদেশের সামরিক সহযোগিতা রয়েছে। কুয়েতের সহকারী পররাষ্ট্রমন্ত্রী সেনাপ্রধান বা পিএসও-তাদের যেকোনো একজনের সঙ্গে সাক্ষাৎ করে সংশ্লিষ্ট বিষযে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।

শ‌নিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব ও পশ্চিম) মো. নজরুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, কুয়েতের সঙ্গে আমাদের ভাতৃত্বপূর্ণ সম্পর্ক। দুই দেশের পররাষ্ট্রসচিবেরা প্রথমবারের মতো আলোচনায় বসছে, এটা খুব গুরত্বপূর্ণ। বাণিজ্য-বিনিয়োগ এবং গুরত্বপূর্ণে বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।