বাংলাদেশ ন্যাপ এর পক্ষ থেকে নবাগত ওসি শওকত আলী সরকারকে ফুলেল শুভেচ্ছা

বুধবার, ডিসেম্বর ১০, ২০২৫

মোহাম্মদ আলী সানু, ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ

নবাগত থানা অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকারকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নিলেন ডিমলা উপজেলা বাংলাদেশ ন্যাপ এর নেতৃবৃন্দ। বৃহস্পতিবার রাতে থানা প্রাঙ্গণে এ শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

পার্টির চেয়ারম্যান জেবেল রহমান গানি–এর পক্ষ থেকে ফুলের তোড়া প্রদান করা হয়। এ সময় উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থেকে নবাগত ওসিকে স্বাগত জানান এবং তাঁর প্রতি সহযোগিতার আশ্বাস ব্যক্ত করেন।

নবাগত ওসি শওকত আলী সরকার সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আইন–শৃঙ্খলা রক্ষায় তিনি সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাবেন। জনগণ ও সমাজের সকল শ্রেণির মানুষের সহযোগিতাও কামনা করেন তিনি।