বাংলাদেশ পরিবেশ আন্দোলন সদর উপজেলা শাখার কমিটি গঠন সম্পন্ন 

শনিবার, ফেব্রুয়ারি ২৪, ২০২৪

মো:হোসেন সুমন, কক্সবাজার প্রতিনিধি।।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কক্সবাজার সদর উপজেলা শাখার কমিটি গঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ক্যাফে ৭১ হল রুম, ইভান প্লাজা মার্কেট, ৩য় তলায় এই নতুন কমিটি গঠন করা হয়। উক্ত কমিটিতে এনামুল হক চৌধুরী সভাপতি ও জাহাঙ্গীর আলম শামস,সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল আজিজ খোকাকে সাংগঠনিক সম্পাদকদের দায়িত্ব দেয়া হয়।

 

এনামুল হক চৌধুরীর সভাপতিত্বে ও রুহুল কাদের শিলুর কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে বাপা’র জেলা নেতৃবৃন্দ সহ সদর উপজেলা শাখার নবগঠিত কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা শেষে ৪১ সদস্য বিশিষ্ট কমিটির প্রত্যেক সদস্যের নাম ঘোষণা করেন বাপা কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক কলিম উল্লাহ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাপা কক্সবাজার জেলা সভাপতি এইচ এম এরশাদ, বিশেষ অতিথি ছিলেন বাপা জেলা সাধারণ সম্পাদক কলিম উল্লাহ কলিম।

বক্তব্য রাখেন জাফর দিদার সিনিয়র সহসভাপতি বাপা কক্সবাজার জেলা, নেজাম উদ্দীন চেয়ারম্যান সম্মেলন প্রস্তুতি কমিটি, এরফান উল হাসান সদস্য সচিব সম্মেলন প্রস্তুতি কমিটি, রুহুল কাদের শিলু সহ অন্যান্য নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ।

 

বাপা সদর উপজেলা শাখার নবগঠিত কমিটির অন্যান্যরা হলেন, সহ সভাপতি চাষী দিদারুল আলম, মাষ্টার শেফায়েত উল্লাহ, আবদুর রশিদ এম ইউপি, রুহুল কাদের শিলু,

হায়দার নেজাম, ফজলুল হক এম ইউ পি ,

হাজী সেলিম। সহ-সাধারণ সম্পাদক মুসা কলিম উল্লাহ, লুৎফর বাবর। সহ সাংগঠনিক সম্পাদক রুজি চৌধুরী, শাহজাহান রহমান। প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল হোসেন। দপ্তর সম্পাদক মিজানুল হক মিজান। বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইঞ্জিনিয়ার রোকন উদ্দিন। সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মাস্টার গিয়াস উদ্দিন। তথ্য ও গবেষণা সম্পাদক এম এ সাত্তার। ক্রীড়া সম্পাদক শাহ আলম। পরিবেশ বিষয়ক সম্পাদক সরওয়ার শাকিব। আপ্যায়ন সম্পাদক জান্নাতুল নিহা। মহিলা বিষয়ক সম্পাদক তমা পাল, যোগাযোগ বিষয়ক সম্পাদক শওকত আকবর। কার্যকরী সদস্য, যথাক্রমে- সৈয়দ হোসেন ডালিম, মুহাম্মদ ইলিয়াস, এইচ এম আরমান, শাহী কামরান, রবি হাসান, মর্জিনা আক্তার, আমিনুল কবির, এডভোকেট আনোয়ার হোসেন, ইঞ্জিনিয়ার রোকন উদ্দিন, মইনুল হাসান মুরাদ, আবছার কামাল, মাহবুবুর আনোয়ার সুমন, শাহেদ হোসেন, আমেনা রহমান, তাহমিনা ইয়াসমিন আসমা, কায়সার হামিদ ও হেলেনা আক্তার রিপা।

 

জানতে চাইলে নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম শামস জানান, জেলার সকল নদ-নদীর দখল-দূষণের বিরুদ্ধে অবস্থান নিবো আমরা। এছাড়া পরিবেশের ওপর ক্ষতিকর প্রভাব বিস্তার করে এমন সকল বিষয়ে প্রতিবাদ কর্মসূচিসহ মানুষকে সচেতন করতে কাজ করে যাব।