বাংলাদেশ পর্যটন করপোরেশন কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির নির্বাচন অনুষ্ঠিত

বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

 

শাহজালাল (রাসেল)।।

বুধবার (১২ই ফেব্রুয়ারী) রাজধানীর আগারগাঁও সমিতির কার্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৯.৩০ থেকে ৪টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। নির্বাচনে দুটি প্যানেলে ২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ভোটার সংখ্যা ১৩৫ জন, এর মধ্যে ১৩৪ জন ভোট প্রয়োগ করেন।

 

মোঃ ইমরান হোসেন-মোঃ আহসান হাবিব বিপ্লব পরিষদে সভাপতি মোঃ ইমরান হোসেন, সহ-সভাপতি মোঃ ফারুক হোসেন, মোঃ নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ আহসান হাবিব বিপ্লব, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক, মোঃ আলাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, অর্থ ও দপ্তর সম্পাদক মোঃ সামসুল হক হাওলাদার, প্রচার ও সমাজ কল্যাণ সম্পাদক ইমাম হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আমির হোসেন, মহিলা সম্পাদিকা ফজিলা খাতুন, নির্বাহী সদস্য মোঃ সিরাজুল ইসলাম খাঁন, মোঃ ইসাক ভুলু।

 

নুরুল ইসলাম-কামাল মহাজন পরিষদে সভাপতি পদে মোঃ নুরুল ইসলাম, সহ-সভাপতি মোঃ রমজান আলী, মীর মোঃ আবু হায়াত লিটন, সাধন সম্পাদক মোঃ কামাল উদ্দিন মহাজন, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ পান্নু মিয়া, মোঃ রুহুল আমিন হাওলাদার, সাংগঠনিক সম্পাদক চিন্ময় আচার্য্য, অর্থ ও দত্তর সম্পাদক মোঃ সরোয়ার হোসেন, প্রচার ও সমাজ কল্যাণ সম্পাদক মোঃ নুর নবী খান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ আলাউদ্দিন, মহিলা সম্পাদিকা বেগম সাহেলা বেগম, নির্বাহী সদস্য মোঃ আল-আমিন, মোঃ মর্তুজা আলী।

 

নির্বাচন চলাকালীন সময়ে একাধিক প্রার্থী বলেন, খুবই সুন্দর একটা নির্বাচন পরিচালনা করছেন এই নির্বাচন কমিশনার। সবার সাথে দেখা হচ্ছে খুবই ভালো লাগছে। আমরা প্রার্থীরা ভাই ভাই। যেই জয়ী হবে তার সাথে এক হয়ে এই বাংলাদেশ পর্যটন করপোরেশন কর্মচারীদের উন্নয়নে কাজ করব।

 

একাধিক ভোটার বলেন, নির্বাচনে অংশ গ্রহণ করা সকল প্রার্থী আমাদের আপনজন। সবাইকে তো জয়ী করতে পারবোনা তবে যেই জয়ী হবে সে সকলকে নিয়ে এই বাংলাদেশ পর্যটন করপোরেশন কর্মচারীদের উন্নয়নে কাজ করবে এটা আমাদের প্রত্যাশা। সকল কর্মচারীদের সুখে-দুঃখে পাশে থাকবে এটাই আমাদের কাম্য।

 

এই নির্বাচনের নির্বাচন কমিশনার জসিম উদ্দিন বলেন, নির্বাচনে অংশ গ্রহণ করা সকল প্রার্থী একে অপরের প্রতি আন্তরিক। কোন বিশৃঙ্খলা হওয়ার সুযোগ নেই। নির্বাচনের সকল নিয়ম-কানুন মেনে ভোটারদের কাছে ভোট চাইছে প্রার্থীরা। যে কোন ধরনের অপ্রতিকর ঘটনা রোধে আইন শৃঙ্খলা রক্ষা কারী বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন।