বাংলাদেশ প্রবীণ ও কর্মাহত সাংবাদিক কল্যাণ পরিষদের নতুন কার্যকরী কমিটি গঠন

রবিবার, জানুয়ারি ২৫, ২০২৬

জাতির সংবাদ ডটকম।। 

বাংলাদেশ প্রবীণ ও কর্মাহত সাংবাদিক কল্যাণ পরিষদের ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকীর সাধারণ সভা সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা একেএম করম আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিকদার আবদুস সালামের সঞ্চালনায় ঢাকার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ২৫ জানুয়ারি-২০২৬ সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওবায়দুল রহমান শাহীন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক খুরশীদ আলম বক্তব্য রাখেন।

সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন ঢাকা সাব এডিটস কাউন্সিলের সাধারণ সম্পাদক জাওহার ইকবাল । সভায় তিন বারের সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়া ও শহীদ সহ প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া-মোনাজাত ও একমিনিট নীরবতা পালন শেষে সভাপতির উদ্বোধনী ও শুভেচ্ছা বক্তব্যের পর সাধারণ সম্পাদকের বার্ষিক রিপোর্ট পেশ, গঠনতন্ত্রের সংশোধনী, উপস্থাপন ও কোষাধ্যক্ষের বাৎসরিক হিসাব পেশ করেন, অত:পর কন্ঠভোটে তা পাশ হয়। সভায় সংগঠনের বিভিন্ন বিষয়ের উপর কমিটি ও সাধারণের মধ্য থেকে আরো বক্তব্য রাখেন সি:সহ সভাপতি রাজেন্দ্র চন্দ্র দেব মন্টু, সাংগঠিক সম্পাদক আসলাম ইকবাল,প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: একাব্বর আলী, সি: সদস্য শহীদুল ইসলাম, আলম হোসেন, এবিএম সেলিম আহমেদ প্রমূখ।

সভার দ্বিতীয় পর্বে নির্বাচন কমিশন প্রধান ও অনুষ্ঠানের সভাপতি বীর মুক্তিযোদ্ধা একেএম করম আলী আগামী ২০২৬-২৮ মেয়াদের জন্য বাংলাদেশ প্রবীণ ও কর্মাহত সাংবাদিক কল্যাণ পরিষদের নতুন কমিটি ঘোষনা করেন -সভাপতি – এ বি এম সেলিম আহমেদ- সম্পাদক দি ডেইলি ইভিনিং নিউজ, সহ-সভাপতি – শিকদার আবদুস সালাম -দৈনিক দেশ বর্তমান, সহ-সভাপতি- আলম হোসেন- দৈনিক জনতা, সহ-সভাপতি – আবদুস সেলিম- যুগ্ম বার্তা সম্পাদক দৈনিক দিনকাল, সাধারণ সম্পাদক- মো. একাব্বর আলী-দৈনিক কালের কন্ঠ, যুগ্ম সম্পাদক – মোস্তফা কামাল -দৈনিক যুগান্তর, কোষাধ্যক্ষ- মিজানুর রহমান- দৈনিক করতোয়া, সাংগঠনিক সম্পাদক- আমিনুল হক মল্লিক -দৈনিক করতোয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক – মোস্তফা জাহাঙ্গীর আলম -এন এন বি, দপ্তর সম্পাদক- একরামুল হক আসাদ- বাঙ্গালীর কণ্ঠ, জনকল্যাণ সম্পাদক – মো. নুরুল হুদা – দৈনিক সংগ্রাম।
সদস্য: একেএম করম আলী -দৈনিক সংবাদ প্রতিদিন, মো খোরশেদ -দৈনিক ইনসানিয়াত, এডিএম সাদ বিন রাবী -ইসলামী টিভি, আশরাফ সরকার -দৈনিক একুশের বাণী, এমএ মজিদ- স্বদেশ বিচিত্রা, আসলাম ইকবাল – দৈনিক বাংলাদেশের আলো, খাদেমুল ইসলাম -দৈনিক মুক্ত খবর, মুনীর আহাম্মেদ -দৈনিক স্বদেশ খবর, এম এন আলী নিজাম – দৈনিক সকালের সময়, মো. লুৎফর রহমান -দৈনিক নয়া দিগন্ত ।