
জাতির সংবাদ ডটকম :
বাংলাদেশ মফস্বল সাংবাদিক এসোসিয়েশন (বিআরজেএ) এর চেয়ারম্যান শাখাওয়াত হোসেন চৌধুরী’র স্বাস্থ্যগত অবস্থার উন্নতি না হওয়ায় তার উন্নত চিকিৎ্সা নিশ্চিত করার আহবান জানানো হয়েছে।
জরুরী ভিত্তিতে তার উন্নত চিকিৎ্সার প্রয়োজন বলে বিআরজেএ আজ এক বিবৃতিতে জানিয়েছে।
জুলাই আন্দোলনের সময় জাতীয় প্রেস ক্লাবের সামনে বাম পায়ে শাখাওয়াত হোসেন চৌধুরী আঘাতপ্রাপ্ত হয়েছিলেন।
তিনি যখন জাতীয় প্রেস ক্লাবে সম্প্রতি একটি সভায় অংশ নিতে এসেছিলেন তখন তার স্বাস্থ্য ইস্যুটি সংগঠনের অন্যান্য নেতাদের নজরে আসে। এই সর্ম্পকে জানতে চাইলে বিআরজেএ এর চেয়ারম্যান জানান যে, গত ৪ঠা আগস্ট, ২০২৪ এ জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশের সম্মিলিত পেশাজীবি পরিষদের একটি সমাবেশে অংশগহণের সময় পুলিশ কর্তৃক নির্বিচারে গুলি চালানোর সময় তার বাম পা আঘাতপ্রাপ্ত হয়।
তার বর্তমান স্বাস্থ্যের অবস্থা সন্তোষজনক নয়, কারণ এখন তিনি হাঁটতে সমস্যা বোধ করছেন। বিআরজেএ এর বিবৃতিতে বলা হয়েছে, তার উন্নত চিকিৎসা দরকার।
দীর্ঘদিন যাবত সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করা শাখাওয়াত হোসেন চৌধুরী’র স্ব্স্থ্যা অবস্থার দিকে মনোযোগ আকর্ষণ করে বিআরজেএ সরকারকে জরুরি ভিত্তিতে তার উন্নত চিকিৎসা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।