বাঙালি, বাংলা কে ভালবেসে

শুক্রবার, ফেব্রুয়ারি ২৪, ২০২৩

 

।। মহুয়া ভট্টাচার্যী ।।

 

আজ কাল তো অচল আমি,

ইস্কুলে ও ঐচ্ছিক|

আজ কাল আমায় ভোলার মধ্যে,

আনন্দ ঈশ্বরিক|

অনেক দ্বিধা নিয়ে যে বলে,

আমি বাংলা মিডিয়াম,

অবাক চোখে অবোধ শিশু,

হয় যে মৃয়মান|

এ ভাষা তে প্রতিবাদ হয়,

মঞ্চে বাজিমাত,

এ ভাষাতে ভালবেসে,

মা এর হাতে ভাত|

আজ কাল তো খাওয়ায় না মা,

চামচ দিয়েই সুখ,

বাংলা ভাষা আজ কাল যে

সমাজের অসুখ|

বাংলা আমার মায়ের ভাষা,

মা যে অচল বরো,

বাংলা তেই রবীন্দ্রনাথ, কে

তুমি স্মরন করো|

বাংলা লেখে যাদের কলম,

প্রতিবাদে মোরা|

এ ভাষাতেই নজরুল,

এ ভাষাতেই গোরা|

আসতে আসতে অবলুপ্তি,

ডায়নোসরের দেশে,

তবু ও বলবো আমি,,,

বাঙালি, বাংলা কে ভালবেসে।