বাজেট অধিবেশনের পূর্বেই প্রধানমন্ত্রীর সাথে সদয় স্বাক্ষাতের সুযোগদানের জোর দাবী

সোমবার, মে ২২, ২০২৩

 

জাতির সংবাদ ডটকম।।
প্রজাতন্ত্রের কর্মচারীদের বেতন বৃদ্ধির বিষয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতি বাংলাদেশ সরকারি কর্মচারী জাতীয় পরিষদ” এর দৃষ্টি আকর্ষণ হয়েছে এ মর্মে সোমবার সকালে সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আকতার হোসেন স্বাক্ষরিত জাতির সংবাদ ডটকম এ পাঠানো প্রেস বিজ্ঞপ্তিটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো।

গত ১৫ মে ২০২৩ তারিখে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রজাতন্ত্রের কর্মচারীদের বেতন বৃদ্ধির বিষয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতি বাংলাদেশ সরকারি কর্মচারী জাতীয় পরিষদ” এর দৃষ্টি আকর্ষণ হয়েছে। প্রধানমন্ত্রীর বক্তব্যে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির বিষয়ে প্রজাতন্ত্রের কর্মচারীরা কিছুটা আশ্বস্ত হলেও সম্পূর্ণভাবে খুশি হতে পারে নি। ১০-২০ তম গ্রেডভুক্ত কর্মচারীদের চলমান বেতন বৈষম্যসহ আর্থিক দৈনতার বিষয়টি সরাসরি প্রধানমন্ত্রীকে অবহিত করা একান্ত প্রয়োজন বলে অত্র পরিষদ মনে করছে। এহেন পরিস্থিতিতে বাংলাদেশ সচিবালয় ও সচিবালয়ের বাহিরে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী কর্মচারী প্রতিনিধিত্বকারী সংগঠনসমূহের সম্মিলিত সংগঠন “বাংলাদেশ সরকারি কর্মচারী জাতীয় পরিষদ” ২০২৩-২০২৪ অর্থ বছরের বাজেট অধিবেশনের পূর্বেই প্রধানমন্ত্রীর সাথে সদয় স্বাক্ষাতের সুযোগদানের জোর দাবী জানাচ্ছে। অত্র পরিষদ মনে প্রাণে বিশ্বাস করে প্রধানমন্ত্রীর স্বাক্ষাত পেলে প্রজাতন্ত্রের কর্মচারীদের চলমান বৈষম্যসহ চাওয়া-পাওয়ার বিষয়টি তুলে ধরার সুযোগ সৃষ্টি হবে এবং মানবতার মা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী নিম্ন বেতনভূক্ত কর্মচারীদের দুর্দশা লাঘবে সদয় হবেন। প্রেস বিজ্ঞপ্তি