সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: “মানুষ মানুষের জন্য” বন্যা কবলিত বানভাসী মানুষের পাশে ৫ লক্ষ টাকা ও ৬০০টি শুকনা খাবারের প্যাকেট নিয়ে দ্বাড়িয়েছে নওগাঁর সাপাহার উপজেলাবাসী ও বৈশম্য বিরোধী শিক্ষার্থীরা।
সাপাহার সরকারী ডিগ্রী কলেজের ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান মো: ইউনুস আলী ও দর্শন বিভাগের বিভাগীয় প্রধান এস এম শামীম আল মামুন জানান, উপজেলার সাপাহার সরকারী ডিগ্রী কলেজ,আল হেলাল ইসলামী একাডেমি এন্ড কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বৈশম্য বিরোধী শিক্ষার্থীরা একত্রিত হলে আমরা কয়েকটি টিম করে দেই উপজেলার বিভিন্ন গ্রাম ও বাজারে বানভাসী মানুষের পাশে দ্বাড়ানোর জন্য টাকা এবং শুকনো খাবার সংগ্রহ করার জন্য।
২৬ আগস্ট সোমবার বিকেল ৩টায় সমন্বয়ক আ: রশিদ ও শাহাদাৎ হোসেন জানান, গত ২৪ আগস্ট প্রথম দিনে ২লক্ষ ৬১ হাজার ৩শত ৬২ টাকা এবং ২য় দিনে ১লক্ষ ৯৮ হাজার ২শ ৪৭ টাকা দু’দিনে প্রায় ৪ লক্ষ ৬০ হাজার টাকা কালেকশন করি, আজ ২৬ আগস্ট সোমবার শুধু বাজারেই কালেকশন করছি এখনো সম্পূর্ন টাকা গননা করা হয়নি তবে ৫০হাজার পার হবে, আশা করি তবে ৫ লক্ষ প্লাস টাকা কালেকশান হবে এবং আজ সোমবার বিকেল সাড়ে ৪টার মধ্যেই মমিনুল,বিভাস সাহা সহ বেশকিছু শিক্ষার্থী ও ২জন শিক্ষকসহ একটি ট্রাকে প্রয়োজনীয় সামগ্রী নিয়ে নোয়াখালী লক্ষীপুরের উদ্দেশ্যে রওনা দিবো এবং যতোদিন বানভাসী মানুষরা স্বাভাবিক জীবনে ফিরে না আসবে ততো দিন আমাদের এই ত্রান সংগ্রহ কর্মকান্ড চলমান থাকবে ইনশাাআল্লাহ।