বাফুফে সদস্য নির্বাচিত হলেন মনি

শনিবার, নভেম্বর ৩০, ২০২৪

ক্রীড়া ডেস্কঃ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কার্যনির্বাহী কমিটির ১৫তম সদস্য নির্বাচিত হলেন সাইফুর রহমান মনি। আজ শনিবার বাফুফে ভবনে অনুষ্ঠিত ভোটের লড়াইয়ে সাবেক এই ফুটবলার ৫৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী এখলাস উদ্দিন পেয়েছেন ৫১ ভোট।

বাফুফে ভবনে সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোট গ্রহণ হয়। ১৩৩ কাউন্সিলরের মধ্যে ১০৭ জন ভোটাধিকার প্রয়োগ করেন। সবগুলো ভোটই বৈধ হয়েছে বলে নির্বাচন শেষে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার মেজবাহ উদ্দিন।

সাইফুর রহমান নির্বাচন আগেও বাফুফের নির্বাচনে অংশ নিয়েছিলেন। তবে পাস করতে পারেননি। এবার কঠিন পরীক্ষায় পাস করে জায়গা করে নিয়েছেন বাফুফের নির্বাহী কমিটিতে।

এ নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গতা পেলো বাফুফের নির্বাহী কমিটি। ২১ সদস্যের কমিটির মধ্যে ২৬ অক্টোবর ২০ জন নির্বাচিত হয়েছিলেন।