
শাহজালাল (রাসেল)।।
১৯ মার্চ বুধবার বিকেল ৪ ঘটিকায় রাজধানীর রমনা ইস্কাটন গার্ডেন রোডের পুলিশ কনভেনশন হলে এ আলোচনা সভা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি আতাউর রহমান খান আঙ্গুর এবং সভাপতিত্ব করেন বায়রা সম্মিলিত গণতান্ত্রিক জোট এর সদস্য সচিব এবং বায়রার সাবেক মহাসচিব কাজী মোহাম্মদ মফিজুর রহমান।
সঞ্চালনায় ছিলেন ফোরাব এর মহাসচিব মোহাম্মদ মহিউদ্দিন ও বায়রার সাবেক ইসি সদস্য শাহ আলম চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বায়রার সাবেক সিনিয়র সহ-সভাপতি শফিকুল আলম ফিরোজ বায়রার মহাসচিব বীর মুক্তিযোদ্ধা আলী হায়দার চৌধুরী, বায়রার সাবেক মহাসচিব মনছুর আহমেদ কালাম, হাবের সাবেক সভাপতি আব্দুস সোবহান ভুইয়া হাসান, আটাবের সাবেক মহাসচিব আসলাম খান, বায়রার নেতা কেএম মোবারক উল্লাহ শিমুল, রিক্রুর্টিং এজেন্সিস ঐক্য পরিষদের সভাপতি এম টিপু সুলতান, বায়রার নেতা শওকত হোসেন সিকদার, লিমা বেগম, এড সাজ্জাদ হোসেন, আইউব আলী ফরাজী, আতিকুর রহমান বিস্বাস, মাহফুজুল হক, মাহফুজুর রহমান, হাফিজুর রহমান, মোস্তাফিজুর রহমান, ই এম এস সাগর সহ আরো অনেকে।