নিজস্ব প্রতিনিধি।।
নেত্রকোণার বারহাট্টায় প্রতিবেশীদের লাঠির আঘাতে জহুরা খাতুন (৬৫) নামের এক বৃদ্ধা নারীর নিহতের অভিযোগ উঠেছে। জহুরা খাতুন উপজেলার রামজীবনপুর গ্রামের মৃত আবুল কাসেম এর স্ত্রী। বৃহস্পতিবার (৮জুন) বিকেলের দিকে তিনি মারা যান।
মৃত জহুরা খাতুনের ছেলে পারভেজের অভিযোগ, ১২ দিন আগে আমার ছেলেকে প্রতিবেশী রোকনের ছেলে মারধোর করে। বিষয়টি দেখে আমার আম্মা ঘটনাস্থলে গিয়ে তার নাতিকে রক্ষা করে বাড়ি নিয়ে আসার সময় তিনি নিজেই রোকনের লোকজনের আক্রমণের শিকার হন। পরে তাকে বারহাট্টা হাসপাতালে ভর্তি করা হয়। তাদের নির্যাতনের কারণে আমার আম্মা আজ মারা গেছেন।
চিরাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাইদুর রহমান চৌধুরী বলেন, দুই শিশুর ঝগড়াকে কেন্দ্র করে প্রতিবেশী দুই বাড়ির নারী-পুরুষ মারামারি করে। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ পুলিশের উপস্থিতিতে বিষয়টি মিমাংসা হয়। এদিকে ওই মারামারির ঘটনায় আহত অন্যদের মধ্যে জহুরা খাতুনকে বারহাট্টা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। তিনি সুস্থতালাভের আগেই হাসপাতাল ত্যাগ করেন।
থানার ওসি খোকন কুমার সাহা বলেন, জহুরা খাতুনের মারা যাওয়ার বিষয়টি শোনা গেছে। এ ব্যাপারে কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তদন্তের পর আসল রহস্য জানা যাবে।