বার কাউন্সিল পরীক্ষার ফি কমানোর দাবিতে ইবিতে মানববন্ধন

সোমবার, মার্চ ৩, ২০২৫

 

ইবি প্রতিনিধি।।

বাংলাদেশ বার কাউন্সিল এনরোলমেন্ট পরীক্ষায় অযৌক্তিক এবং বৈষম্যমূলক ফি নির্ধারণের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের শিক্ষার্থীরা।

 

সোমবার (৩ মার্চ) বেলা এগারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এ কর্মসূচি পালন করা হয়। এসময় শিক্ষার্থীদের হাতে BPSC পারলো বাংলাদেশ বার কাউন্সিল এর কি হলো?, অযৌক্তিক এবং বৈষম্যমূলক ফি বাতিল চাই , শিক্ষানবিস আইনজীবীদের শিক্ষার পরিবেশ, নিশ্চিত হওয়া চাই ,শিক্ষানবিশ আইন আমাদের অধিকার,  এটা আমাদের অধিকার! কোনো আবদার নয়!, এসব প্ল্যাকার্ড  দেখা যায়।

 

আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. দেলোয়ার হোসেন বলেন, বাংলাদেশ বার কাউন্সিলের এনরোলমেন্ট পরীক্ষায় অযৌক্তিক এবং অন্যায্য যে ফি নির্ধারণ করা হয়েছে এর প্রতিবাদে আমরা ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের শিক্ষার্থীরা আজকে একত্রিত হয়েছি।

বাংলাদেশ বার কাউন্সিল আইনজীবীদের অভিভাবক শিক্ষানবিশদের অভিভাবক। কিন্তু অভিভাবকত্তের জায়গায় না থেকে ৪০২০ টাকা ফি নির্ধারণ করে আমাদের শোষণ করা হচ্ছে।  বাংলাদেশের সকল চাকরির পরীক্ষার ফি দুইশত টাকার বেশি আর নেই। আমরা কাউন্সিলকে আমাদের অভিভাবক হিসেবে বলতে চাই অতি দ্রুত এই সিদ্ধান্তের পরিবর্তন করে সহনশীল পর্যায়ে এই ফি নির্ধারণ করুন। বার কাউন্সিল কোন ভাতা দেয় না বেতন দেয় না শুধুমাত্র সনদ প্রদানের জন্য তালিকাভুক্ত হওয়ার পর প্রায় ৫০ হাজার টাকার মতো খরচ করতে হয়। তাই আজ এই অন্যায্য দাবির বিপক্ষে আমরা মানববন্ধন করছি। বার কাউন্সিলের প্রতি অনুরোধ আপনারা আমাদের দাবিটি বিবেচনা করুন।

 

আইন ভূমি ব্যবস্থাপনা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুপ্রিয়া কুন্ডু বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর যেখানে অন্যান্য চাকরি পরীক্ষার ফি সহনশীল পর্যায়ে নিয়ে আসা হয়েছে সেখানে বার কাউন্সিলে এই অনার্য ফি কেন নির্ধারণ করা হলো। আমরা এই অনার্য ফি অনতিবিলম্বে কমানোর দাবি জানাচ্ছি।

 

মোসাদ্দিকুল ইসলাম বলেন, আমরা বার কাউন্সিলের প্রাথমিক পর্যায়ের আবেদনে ১০৮০ টাকা দিয়েছি, এখন ফরম ফিলাপের জন্য আবার দিতে হবে ৪০২০ টাকা। এই সনদ নিয়ে আমরা কোন টাকা পাবো না, এটা নিয়ে আবার বার কাউন্সিলে যেতে হয় সেখানে আবার ৫০ হাজার থেকে ১ লাখ টাকার মতো টাকা দিতে হয়।

আপনাদের কাছে আমার প্রশ্ন বার কাউন্সিলের সনদ কি আলাদিনের চেরাগ, যেটা পেলেই আমরা লাখ লাখ টাকা ইনকাম করবো?

 

এসময় তারা দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের আইনে শিক্ষার্থীদেরও প্রতিবাদের আহ্বান জানান।