বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এবি পার্টির শুভেচ্ছা

সোমবার, সেপ্টেম্বর ১, ২০২৫


‎জাতির সংবাদ ডটকম।।

‎বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, সার্ক গঠনে কার্যকরী উদ্যোগ গ্রহণ, স্বাধীন পররাষ্ট্রনীতি সুসংহতকরণ, স্বৈরাচার পতন আন্দোলনের মধ্য দিয়ে গনতন্ত্র ফিরিয়ে আনা, মুক্তবাজার অর্থনীতি চালুকরণ, রপ্তানিমুখী বাণিজ্যের প্রসার, ভাষাভিত্তিক জাতীয়তাবাদের পরিবর্তে সকল নৃগোষ্ঠীর মানুষকে অন্তর্ভুক্ত করে বাংলাদেশি জাতীয়তাবাদ প্রতিষ্ঠাসহ বহুবিধ অর্জন রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল – বিএনপির। আজ দলটির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে দলটির সর্বস্তরের নেতাকর্মীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)’র চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
‎নেতৃবৃন্দ গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন বিএনপির প্রতিষ্ঠাতা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের রণাঙ্গনের অন্যতম সেনানায়ক, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমকে।
‎নেতৃবৃন্দ শুভেচ্ছা বার্তায় আরও স্মরণ করেন বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাসী মানুষের নেত্রী বেগম খালেদা জিয়ার অবিসংবাদিত আপোষহীন নেতৃত্ব ও বাংলাদেশের মানুষ মুক্তির জন্য তাঁর ত্যাগ ও ভুমিকাকে। তারা বলেন, প্রায় ২ হাজার শহীদ, ২০ হাজার আহত সহ লক্ষ লক্ষ মানুষের ত্যাগ ও সংগ্রামের বিনিময়ে একটি গণ-অভ্যুত্থানের মাধ্যমে দেশ স্বৈরাচারী হাসিনা মুক্ত হয়েছে। এখন সময় এসেছে অতীতের তীক্ত অভিজ্ঞতাকে সামনে রেখে গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে জুলাই সনদ বাস্তবায়ন, বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষাকে সামনে রেখে নতুন সংবিধান প্রনয়ন, জনগণের অধিকার তাদের দোড় গোড়ায় পৌছানোর নতুন রাজনীতিতে উজ্জীবিত হবে বিএনপি। সেই সাথে আগামীর বাংলাদেশ হবে ফ্যাসীবাদ, স্বৈরাচার, সন্ত্রাসমুক্ত বাংলাদেশ। যা গঠনে অগ্রনী ভুমিকা রাখবে বিএনপি। যেভাবে দেশের মানুষের হৃদয় জয় করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ঠিক সেভাবেই নতুন বাংলাদেশের মানুষের হৃদয় জয় করার আগ্রহ নিয়ে বিএনপিকে নেতৃত্ব দিবেন শহীদ জিয়ার উত্তরসূরী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান।

‎দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে জাতীয়তাবাদী দল- বিএনপির পথচলা শুভ হোক এবি পার্টির পক্ষ থেকে এই কামনা করেন পার্টির চেয়ারম্যান মজিবুর মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।