জাতির সংবাদ ডটকম।।
সরকারের পদত্যাগের একদফা দাবিতে বিএনপির ডাকা মহাসমাবেশ সফল করতে ভোর থেকে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে খণ্ড খণ্ড মিছিল নিয়ে যেতে শুরু করেছেন নেতাকর্মীরা। শুক্রবার রাত থেকে অসংখ্য নেতাকর্মী এই এলাকায় অবস্থান নেয়।
শনিবার সকাল ৭টার পর নয়াপল্টন, ফকিরাপুল, কাকরাইল নাইটেঙ্গেল মোড় এলাকায় বিএনপি নেতাকর্মীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে। তাদের হাতে দলীয় ও জাতীয় পতাকা শোভা পাচ্ছে।
গত ১৮ অক্টোবর সরকারের পদত্যাগের একদফা দাবিতে ২৮ অক্টোবর রাজধানীতে মহাসমাবেশ করার ঘোষণা দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ওই মহাসমাবেশ থেকে পরবর্তী চূড়ান্ত আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তিনি।
সরকার পতনের একদফা দাবি ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে নয়াপল্টনে আয়োজিত সমাবেশ থেকে তিনি এ ঘোষণা দেন।