
জাতির সংবাদ ডটকম।।
গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডের বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন হলে বাংলাদেশে আবারও পুরোনো সমস্যাগুলো ফিরে আসবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
সম্প্রতি সিঙ্গাপুরভিত্তিক চ্যানেল নিউজ এশিয়া -সিএনএ টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি।
প্রধান উপদেষ্টা বলেন, তার সরকার একটি গ্রহণযোগ্য ও উৎসবমুখর জাতীয় নির্বাচন আয়োজন করতে যাচ্ছে। দায়িত্ব নেয়ার পর যেসব লক্ষ্য নির্ধারণ করা হয়েছিলো, সেগুলো অর্জনের কাছাকাছি পৌঁছেছেন বলেও জানান তিনি।
নির্বাচন ও সংস্কার নিয়ে এক প্রশ্নে প্রধান উপদেষ্টা বলেন, তারা যখন দায়িত্ব নেন তখন অবস্থা ছিল ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত দেশের মতো। বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন হলে ফিরে আসতে পারে পূরনো সমস্যা।
প্রধান উপদেষ্টা বলেন, দায়িত্ব নেবার পর যেসব লক্ষ্য নিয়ে এগোচ্ছিল সরকার, সেসব অর্জনের খুব কাছাকাছি রয়েছেন তারা।
ড. ইউনূস বলেন, চীন-পাকিস্তানের মতো ভারতের সাথেও সম্পর্ক ভালো রাখতে চায় এই সরকার।