বিচিত্র জীবন

শুক্রবার, মে ১৯, ২০২৩

 

।। সৈয়দা সনিয়া আখতার অনন্যা ।।

 

বৈচিত্রময় মানব জীবন বিচিত্র স্বপ্ন আশায়

কখনো সুখের পায়রা উড়ে,কখনো হতাশায়

আনন্দ-বেদনা,হাসি-কান্নার অভিন্ন সংমিশ্রনে

নানান প্রতিক্রিয়ায় ফুরিয়ে যায় সময়,কাল।

স্বপ্ন আশা নিয়ে বেড়ে উঠা আগামীর পথে

হঠাৎ কোন কালবৈশাখী ঝড়ের নিষ্ঠুর তাণ্ডবে

লণ্ডভণ্ড হয়ে যায় জীবন নামক অতিথীশালা

ধেয়ে আসা ব্লাকহোমের মত গ্রাস করে নিত্য,

বেঁচে থাকার ইচ্ছেরা তখন ঝরে পড়ে কষ্টে,

বার্ধক্যে রূপ নেয় জীবনের বাস্তবতা গুলো।

খয়স্রোতে পূণর্বার নতুন স্বপ্নের জাল বুনে-

এগিয়ে চলা অনির্ভর মনুষের ভিন্ন দৃশ্যপটে

কষ্ট গুলো বারবার সামনে এসে ভীড় জমায়

কে বুঝে কার দুঃখ ? কে বুঝে কার ব্যাথা?

যখন নিজের চোখও কখনো ছলনা করে

দুঃখের করায়ত্বে অশ্রু বিসর্জন দিয়ে কাতর

মনেহয় চোখ নিজেই তার অাপনত্ব হারায়।

রক্তিম চোখে অবনীটাকে বিবর্ণ করে দেখে,

আপন মানুষ গুলো অচেনা সুরে কথা বলে

দ্বীর্ঘশ্বাসে ফেঁটে চৌঁচির হৃদয় নামক জমিন

উর্বরতা হারিয়ে আগামীর প্রত্যাশা নিভু নিভু

নিত্য চলার পথে স্বার্থপর মানুষের উম্মাদনা

কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে ভাবছি

আর নিজেকে প্রশ্নের সম্মুখীন করি বারবার

আসলে জীবনের মানে কি ? জীবনে মানে

শুধু কি কষ্টের গভীর সমুদ্রে হাবুডুবু খাওয়া?

নাকি? পরিতাপের মাঝে জীবনের বাস্তবতা

গুলোকে অবলোকন করে বাঁচার স্বপ্ন দেখা?

তবুও স্বপ্ন দেখি বেঁচে থাকার, বেঁচে থাকি

আশায়,একটি সুন্দর আগামীর প্রত্যাশায়।।