বিদ্যুৎ গ্যাস পানি সংযোগ বিছিন্ন করায় মানবতার জীবন যাপন করছেন সখিনা বেগম 

সোমবার, মে ২৬, ২০২৫

 

 

রাকিব হোসেন ।।

স্বামী হাজী নূর আলম প্রগতি টেনারীর মালিক। রেখে গেছেন কোটি কোটি টাকার সম্পদ, অথচ ঠাই হচ্ছে না তার কোথাও, ভাগ্যের কি নির্মম পরিহাস। বলছিলাম রাজধানী হাজারীবাগ থানাদিন তল্লাবাগ এলাকার কথা। গত পাঁচ বছর যাবত সখিনা বেগম বসবাস করে আসছেন তার স্বামীর রেখে যাওয়া ছোট্ট একটি ফ্লাটে,

তিনি জনান তার স্বামীর প্রথম স্ত্রী মারা যাওয়ার পর তাঁকে বিয়ে তাকে নিয়ে আসা হয়। ধানমন্ডিতে স্বামীর নিজ বাড়িতে প্রথম স্ত্রীর সন্তানদের নিয়ে খুব ভালোভাবেই কাটছিল তার জীবন। কিন্তু স্বামীর মৃত্যু পর তার প্রথম স্ত্রীর সন্তানেরা তাকে প্রতিমাসে ভরণপোষণ হিসেবে একলক্ষ টাকা খরচ দিবে বলে তার স্বামীর ধানমন্ডি বাসা থেকে বেরকরে তল্লাবাগে তার স্বামীর রেখে যাওয়া ছোট একটা ফ্ল্যাটে গত পাঁচ বছর আগে তাকে থাকতে দাওয়া হয়। প্রথম মাসে তাঁকে কিছু টাকা দিয়ে, বাকি এই পাঁচ বছরে একটি টাকাও দেওয়া হয়নি। উল্টো তাকে বাসা থেকে বের করে দেওয়ার জন্য হুমকি ধামকি এবং বিভিন্ন হয়রানি ও ভীতি দেখানো হয়। এই বিষয়ে তিনি হাজারীবাগ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।