বিবাগী মন

শুক্রবার, মার্চ ১, ২০২৪

।। কানিজ ফাতেমা ।।

হয়তো কোন সূর্য উঠা প্রাতে
সামনে দাঁড়াবো বুনো ঘাসফুল হাতে,
মৃদু মন্দা বাতাস যাবে ছুঁয়ে
মুখোমুখি দু’জন হারাবো দুজনাতে।

হাত বাড়িয়ে ধরবো ঘাসফুল
হয়তো তুমি বলবে আমার ভুল,
ভুল জেনেও মানতে চায় না বারণ
তুমিই আমার বেঁচে থাকার কারণ।

কত স্বপ্ন আসে আনমনে মনে
একলা ঘরের আঁধার রাত তা জানে।

কত সাঁঝে প্রদীপ জ্বালিয়ে একা
অবুঝ হৃদয় পায়নি তোমার দেখা
প্রদীপ জ্বলা তীব্র দহন রাতের
হয় নাকো শেষ অপেক্ষাতে থাকা।

এখন তুমি অন্য ঘরের আলো
দূরে থেকে চেয়েছি তোমার ভালো
এক পৃথিবী আপন রয়েছে তোমার
আমার শহর রাত্রির আঁধার কালো।

তবুও তোমায় খুঁজে বিবাগী মন
আমার তুমি একটা আপনজন।

তোমায় দিলাম স্বপ্ন ডানা সূর্যদীঘল বাড়ি
থাক না পড়ে আমার ঘরে ভাবনার বাড়াবাড়ি।
তোমায় দিলাম আলোয় ভরা সুখের সরোবর
থাক না পড়ে হৃদয় ঘরে অথৈ অন্ধকার।