
জাতির সংবাদ ডটকম।।
রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় উদ্ধারকাজে সহায়তা, প্রয়োজনে রক্ত সংগ্রহ, জরুরি পরিবহন, অক্সিজেন ও ঔষধ সরবরাহসহ যথাযথ চিকিৎসাসেবা নিশ্চিতকরণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নিকটবর্তী ইউনিটসমূহের নেতৃবৃন্দকে নির্দেশনা প্রদান করা হয়েছে।
এসকল কাজে সমন্বয়ের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়ালকে সমন্বয়ক করে চিকিৎসক নেতৃবৃন্দকে জরুরি চিকিৎসাসেবায় সমন্বয়ের দায়িত্ব প্রদান করা হয়েছে।
দায়িত্বে আছেন- ডা. তৌহিদুর রহমান আউয়াল, সহ-সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদ (০১৯৯৩২২১২২৭)
ডা. সাইফুল আলম বাদশা, যুগ্ম-সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদ (০১৭১৭৬৭৫৭৬১)
ডা. এ এস এম রাকিবুল ইসলাম আকাশ, যুগ্ম-সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদ (০১৮৮৬২৬১৩৬১)
<span;>ডা. এরফান হোসেন নিবিড়, সহ-সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদ (০১৬৭৬৩১৯২২০)
ছাত্রদলের দপ্তর সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সংকটকালীন সময়ে সকলকে রক্ত সংগ্রহসহ অন্যান্য প্রয়োজনে হতাহতদের পাশে থাকার মানবিক আহবান জানিয়েছেন।