
মনোহরগঞ্জ কুমিল্লা প্রতিনিধিঃ
বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে মনোহরগঞ্জ উপজেলা বাংলাদেশ জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) দলটির উপজেলা কার্যালয়ে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজনেস ফোরামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য হামিদুর রহমান সোহাগ।
বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদের সদস্য জয়নাল আবেদিন পাটোয়ারী।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোহরগঞ্জ উপজেলাসহ পুরো বাংলাদেশে ইনসাফ প্রতিষ্ঠা করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আজকের আয়োজনে মনোহরগঞ্জ উপজেলার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত হয়ে আমাদের আয়োজনকে ধন্য করেছেন। আপনাদের সকলের সহযোগিতা নিয়ে আমরা আধুনিক ও মডেল উপজেলা প্রতিষ্ঠা করতে চাই।
তিনি আরো বলেন, সুশীল নামে আওয়ামীলীগের অনেক দোসর এখন সকল দলের অংশগ্রহণে জাতীয় নির্বাচন চায়। তাদের উদ্দেশ্যে আমাদের স্পষ্ট বার্তা হলো আওয়ামীলীগ যতদিন বাংলাদেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিলো কমপক্ষে ততদিন তাদেরকে রাজনীতি থেকে দূরে রাখতে হবে।
মনোহরগঞ্জ উপজেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা নুরুন্নবীর সভাপতিত্বে ও সেক্রেটারী ফয়েজুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এস এম মুনসুর, মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সভাপতি জসিম উদ্দিন, মনোহরগঞ্জ উপজেলা খেলাফত মজলিসের আমির মাওলানা আবদুস ছালাম, ইসলামী আন্দোলন মনোহরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা নোমান আহমেদ, মনোহরগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আবদুর রহমান,
মনোহরগঞ্জ উপজেলা হেফাজতে ইসলামীর যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা নিজাম উদ্দিন, মনোহরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু ইউসুফ, মনোহরগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি আবুল কালাম আজাদ, মনোহরগঞ্জ উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক আশরাফুল আলম শামীম,
মনোহরগঞ্জ উপজেলা জামায়াতের জয়েন্ট সেক্রেটারী আবদুল্লাহ আল নোমান, মনোহরগঞ্জ উপজেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য মহিন উদ্দিন, মনোহরগঞ্জ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোহাম্মদ উল্লাহ,
মনোহরগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির সেক্রেটারী মাওলানা আবদুল হাই।
এসময় উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলার বিভিন্ন শ্রেনী পেশার সম্মানিত ব্যক্তিবর্গ।