বিশ্বকাপের ‘ম্যাচ প্রস্তুতি’ নিতে শ্রীলঙ্কায় খেলবে পাকিস্তান

মঙ্গলবার, ডিসেম্বর ২, ২০২৫

ক্রীড়া ডেস্ক: আইসিসির ভবিষ্যত সফরসূচির (এফটিপি) বাইরে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ খেলার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। সামনের টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ প্রস্তুতি নেওয়ার জন্য শ্রীলঙ্কার মাঠে সিরিজটি খেলতে চলেছে পাকিস্তান।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ করেছে। এই সিরিজ দিয়েই ভারত ও শ্রীলঙ্কার মাঠে হতে যাওয়া বিশ্বকাপের জন্য প্রস্তুতি শুরু করতে চায় বলে জানিয়েছে তারা।

পিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সামনের বছরের বৈশ্বিক টুর্নামেন্টের আগে এই সিরিজ দিয়ে ভালো ম্যাচ প্রস্তুতি পাওয়া যাবে। ডাম্বুলায় আগামী বছরের ৭, ৯ ও ১১ জানুয়ারি হবে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ তিনটি।

নতুন বছরে এটিই হবে পাকিস্তানের প্রথম সিরিজ।

গত ছয় মাস ধরেই টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যস্ত সময় পার করছে পাকিস্তান। পিএসএল শেষ হওয়ার পর দেশে ও দেশের বাইরে বাংলাদেশের বিপক্ষে দুই সিরিজ, ওয়েস্ট ইন্ডিজে একটি সিরিজ, দুইটি ত্রিদেশীয় সিরিজ, এশিয়া কাপ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ খেলতে তারা।

এই সবই মূলত বিশ্বকাপের জন্য নিজেদের যথাযথ প্রস্তুত করতে। আর এই প্রস্তুতির শেষ ধাপটিই হবে শ্রীলঙ্কার মাঠে টি-টোয়েন্টি সিরিজ। কারণ বিশ্বকাপের নিজেদের সবগুলো ম্যাচ শ্রীলঙ্কার কলম্বোতে খেলবে পাকিস্তান।

অবশ্য শ্রীলঙ্কার বিপক্ষে এই সিরিজ খেলার পর আবার ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষেও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। এরপর বিশ্বকাপ খেলতে আবার শ্রীলঙ্কায় চলে যাবে সালমান আলি আগার নেতৃত্বাধীন দল।