বিশ্ব ইজতেমার মাঠে অতর্কিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে স্থানীয় তৌহিদী জনতা

শুক্রবার, ডিসেম্বর ২০, ২০২৪

 

জাতির সংবাদ ডটকম।।

সাদপন্থীদের শাস্তির দাবিতে শুক্রবার জুম্মা নামাজ শেষে পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্কের সামনে একের পর এক বিক্ষোভ মিছিল এসে জড়ো হয়।

নামাজ শেষে পুরান ঢাকার আশেপাশের মসজিদ গুলো থেকে মসজিদের খতিবদের নেতৃত্বে খন্ড খন্ড মিছিল নিয়ে সভাস্থলে সমবেত হয়।

উক্ত প্রতিবাদ সভায় নেতৃত্ব দেন, মুফতি আমান উল্লাহ্ ভিক্টোরিয়া পার্ক মসজিদ, নবাববাড়ি জামে মসজিদের খতিব মুফতি নজরুল ইসলাম (দা: বা) বাইতুল মামুন মসজিদের খতিব মুফতি আক্তার, হাফেজ আবু বক্কর সিদ্দিক, হাজী জাবেদ সহ আরো অনেকে। সভায় বিক্ষুব্ধ বক্তারা বলেন, অবিলম্বে দোষীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি দিতে হবে।

 

সভা শেষে নিহত ও আহতদের জন্য দোয়া করা হয়। মোনাজাত পরিচালনা করেন ভিক্টোরিয়া পার্ক জামে মসজিদের খতিব মুফতি আমান উল্লাহ।