বুক

মঙ্গলবার, ফেব্রুয়ারি ৭, ২০২৩

(((( নূরুজ্জামান ফিরোজ )))) 

 

 

সূর্যবিহীন আকাশ আমার

চন্দ্রবিহীন রাত,

সইছি প্রতিঘাত-

স্বপ্নবিহীন জীবন যেমন

ধূলোয় ধূলিস্মাৎ।

 

বৃক্ষবিহীন বাগান আমার

সুবাসবিহীন ফুল,

বোলতা ফুটায় হুল-

জীবন পথে একলা হাঁটি

নয় কিছু নির্ভুল।

 

ছন্দবিহীন গানের ডালি

মন্দ ভরা তাল,

হাল জামানার হাল-

নেইতো সুরে দরাজগলা

ব্যাপ্তি সুবিশাল।

 

তরঙ্গহীন বুকের নদী

ভাঙা-গড়ার খেলা,

নিরাশ কাটে বেলা-

ভালোবাসা নয়তো কেবল

পাওনা অবহেলা।

 

এইতো আমার জীবন কথা

সুখের বদল দুখ,

বুক ফেটে যায়, বুক-

দুঃখগুলো জাপটে ধরে

তাই থাকি উন্মুখ।