বুধবার বাদ জোহর খালেদা জিয়ার জানাজা, স্বামীর কবরের পাশে দাফন

মঙ্গলবার, ডিসেম্বর ৩০, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) উপদেষ্টা পরিষদের বৈঠকের পর এ সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।

সেখানে আরও সিদ্ধান্ত হয়েছে, জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় বেগম জিয়াকে তার স্বামী শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধির পাশে দাফন করা হবে।

এছাড়া খালেদা জিয়ার মৃত্যুতে তিনদিনের শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। দল থেকে সাতদিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।