
শাহজালাল (রাসেল)।।
২০ মার্চ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বনশ্রীর অর্কিড গার্ডেন রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সেতু বিভাগের সচিব মোঃ আব্দুর রউফ। সভাপতিত্ব করেন বৃহত্তর কুমিল্লা সোসাইটির সভাপতি আলহাজ্ব মোঃ এনামুল হক বাবলু, অনুষ্ঠানের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন সংগঠনের সাধারণ সম্পাদক লায়ন মোঃ জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে বনশ্রী, আফতাবনগর ও দক্ষিণ বনশ্রীর মধ্যে অবস্থিত বৃহত্তর কুমিল্লা সোসাইটির অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে সেতু বিভাগের সচিব মোঃ আব্দুর রউফ বলেন, রমজান সংযমের মাস, সংযম বলতে শুধু খাওয়া দাওয়াই নয়, কথাবাত্রা আচার-আচরণে, পারস্পরিক লেনদেন, জীবনের প্রতিটি ক্ষেত্রে সংযমের মাধ্যমে আল্লাহর তাকওয়া হাসিল করতে হবে।