নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেলমাজিদ তেবোউন।
সোমবার (১২ জানুয়ারি) ঢাকায় আলজেরীয় দূতাবাস জানিয়েছে, খালেদা জিয়ার প্রয়াণে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কাছে শোকবার্তা পাঠিয়েছেন আব্দুলমাদজিদ তেব্বুন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় বেগম খালেদা জিয়ার তাৎপর্যপূর্ণ অবদান এবং জনগণের কল্যাণে তার অবিচল অঙ্গীকারের কথা স্মরণ করে গভীর শোক প্রকাশ করেছেন আলজেরিয়ার প্রেসিডেন্ট।
এতে আরও বলা হয়, তার নেতৃত্ব ও ত্যাগ শ্রদ্ধা ও অনুরাগের সঙ্গে স্মরণ করা হবে। প্রধানমন্ত্রী থাকাকালে আলজেরিয়া ও বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়নে তার অবদানের প্রশংসা করেন আলজেরিয়ার প্রেসিডেন্ট।
উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর মারা যান তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।