স্টাফ রিপোর্টার:
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় রাজধানীর গুলশানের আজাদ মসজিদে বাদ আছর দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুত্রুবার আজাদ মসজিদে আয়োজিত এ দোয়া ও মিলাদ মাহফিলে অংশগ্রহণ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দোয়া মাহফিলে খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনা করা হয় এবং তার অবদান শ্রদ্ধাভরে স্মরণ করা হয়। খালেদা জিয়ার পাশাপাশি জিয়াউর রহমান ও তাদের ছেলে আরাফাত রহমান কোকোর জন্যও দোয়া করা হয়।
এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, ড. মঈন খানসহ বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, দলীয় নেতাকর্মী ও মুসল্লিরা অংশ নেন। দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম। অনুষ্ঠানে দেশ, জাতি ও গণতন্ত্রের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ যেনো সামনের দিকে এগিয়ে যায় এর জন্য আল্লাহর রহমত কামনা করেন।