
শাহজালাল (রাসেল)
বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজিঃ নং বি-১৮৮৬) এর উদ্যোগে, বিএনপির চেয়ারপার্সন, সাবেক সফল প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৮ মার্চ মঙ্গলবার, বিকালে রাজধানীর মতিঝিলের বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সাধারণ সম্পাদক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শ্রম বিষয়ক সহ-সম্পাদক হুমায়ুন কবীর খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শ্রম বিষয়ক সহ-সম্পাদক ফিরোজ-উজ-জামান মামুন মোল্লা, জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোঃ আনোয়ার হোসাইন, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোঃ নুরুল ইসলাম খান নাসিম, জাতীয়তাবাদী শ্রমিক দলের আন্তর্জাতিক সম্পাদক ও জাতীয় বিদ্যুৎ শ্রমিক ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি মোঃ আছাদ উজ্জামান বাবুল, জাতীয়তাবাদী শ্রমিক দলের সহ-সভাপতি ও জাতীয় বিদ্যুৎ শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, বাংলাদেশ জাতীয় বিদ্যুৎশ্রমিক কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় নির্বাহী কমিটি প্রচার সম্পাদক সৈয়দ আব্দুল হাই, জাতীয়তাবাদী শ্রমিক দলের ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব মুন্সী বদরুল আলম সবুজ, এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন ঢাকা মহানগর আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আলীম তালুকদার, বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় যুব কমিটির সভাপতি শাহীন আহমেদ,সহ শ্রমিক দল ও ট্রেড ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি মোঃ মহসিন, সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সম্পাদক ও বরিশাল মহানগর শ্রমিক দলের আহ্বায়ক ফয়েজ আহম্মেদ খান।
আলোচনা সভা ও ইফতার দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সাধারণ সম্পাদক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শ্রম বিষয়ক সহ-সম্পাদক হুমায়ুন কবীর খান বলেন, জাতীয়তাবাদী শক্তিকে বিভ্রান্ত করার জন্য, জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের নেতাকর্মীদের একদল বা কতিপয় ব্যক্তি সংগঠনকে ক্ষতিগ্রস্ত করার জন্য, বিভিন্ন প্রক্রিয়ায় নেতৃবৃন্দদের হয়রানি করার জন্য, তারা স্বঘোষিত নেতৃত্ব দাবি করে, স্বঘোষিত নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চায়, জাতীয়তাবাদী দল থেকে পরিষ্কার মেসেজ, আমরা কোন দলে অনুপ্রবেশকারী এবং দলের কোন হাইব্রিড নেতাকে দিয়ে আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব দল পরিচালনা করবেন না। আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকবেন, আপনাদের এই ঐক্যবদ্ধতাই শক্তিশালী নেতৃত্ব তৈরি করবে।