খালেদা জিয়ার মৃত্যুতে ঢামেকে শোক বই, উদ্বোধন করলেন ড্যাব সভাপতি

রবিবার, জানুয়ারি ২৫, ২০২৬

 

স্টাফ রিপোর্টার:
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধা জানাতে ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) শোক বই খোলা হয়েছে।

রোববার (২৫ জানুয়ারি) সকালে ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গনে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি এবং ঢাকা মেডিকেল কলেজের সাবেক ছাত্র অধ্যাপক ডা. হারুন আল রশিদ এই শোক বইয়ে স্বাক্ষর অনুষ্ঠানের উদ্বোধন করেন। গত ৩০ ডিসেম্বর রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থান মারা যান খালেদা জিয়া।

ড্যাবের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা. জাভেদ আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক ডা. জিয়াউর রহমান এবং ডা. মীর রাশেক আলম অভিসহ ঢাকা মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক নেতাদের উদ্যোগে খোলা এই শোক বই স্বাক্ষরের জন্য আগামী সাত দিন ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গনে রাখা হবে।

এ ছাড়া অনুষ্ঠানে ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পাওয়ায় অধ্যাপক ডা. ফারুক আহমেদকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।

ড্যাবের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ডা. জাফর ইকবালের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন ঢাকা মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের সভাপতি ও ঢামেক ড্যাবের সহ-দপ্তর সম্পাদক ডা. গোলাম মোর্শেদ সজীব।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী হামিদুর রহমান হামিদ, ড্যাবের কেন্দ্রীয় কোষাধ্যক্ষ ডা. মো. মেহেদী হাসান, সিনিয়র যুগ্ম মহাসচিব ডা. খালেকুজ্জামান দিপু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিসিন ফ্যাকাল্টির ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক নাদিম আহমেদ, ড্যাবের কেন্দ্রীয় সহ-সভাপতি ও ঢাকা মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ডা. এরফানুল হক সিদ্দিকী, ড্যাবের কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. শাহিন রেজা, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মেডিকেল কলেজ ড্যাবের সভাপতি ডা. রেজানুর রহমান সোহেল, সাধারণ সম্পাদক ডা. মো. ফখরুজ্জামান, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ডা. আসফাক নবী কনক, ডা. নুরুজ্জামান খান খসরু, কেন্দ্রীয় সম্পাদক ডা. আরিফুজ্জামান পলাশ, সহ-দপ্তর সম্পাদক ডা. কায়সার ইয়ামিন ইশাদ, ঢাকা মহানগর দক্ষিণের সহ-সাংগঠনিক সম্পাদক ডা. আশফাক আজিজ, কেন্দ্রীয় সহ-সম্পাদক ডা. সাইফুল ইসলাম শাকিল, ডা. মাহমুদুর রহমান নোমানসহ ঢাকা মেডিকেল কলেজের শিক্ষক ও চিকিৎসকরা।