বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন আয়োজনে রাষ্ট্রপতির সম্মতি

শুক্রবার, সেপ্টেম্বর ৫, ২০২৫

 

বেরোবি প্রতিনিধি।।

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ইতিহাসে প্রথমবারের মতো সমাবর্তন অনুষ্ঠান আয়োজনের জন্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর সম্মতি জ্ঞাপন করেছেন। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ১৭ বছরের এই প্রথম সমাবর্তন হতে যাচ্ছে। সমাবর্তন নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা যাচ্ছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নাঈমা খন্দকার স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আইন, ২০০৯-এর ৯(১) ধারা অনুযায়ী এ সমাবর্তন অনুষ্ঠান আয়োজনের বিষয়ে রাষ্ট্রপতি সম্মতি দিয়েছেন। পাশাপাশি অনুষ্ঠানে সভাপতিত্ব করার জন্য আইন মন্ত্রণালয়ের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলকে মনোনীত বা অনুমোদন দিয়েছেন রাষ্ট্রপতি ও চ্যান্সেলর।

চিঠিতে অনুষ্ঠানের সময়সূচি ও কর্মসূচিসহ অন্যান্য আনুষ্ঠানিকতা দ্রুত সম্পন্ন করার জন্য আইন মন্ত্রণালয়ের উপদেষ্টার একান্ত সচিবের দপ্তরে জরুরি ভিত্তিতে যোগাযোগ করার নির্দেশ দেওয়া হয়েছে।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী শওগাত হোসেন বলেন, “আমরা এতদিন অপেক্ষায় ছিলাম কবে বেরোবি সমাবর্তন আয়োজন করবে। অবশেষে সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে।”

লোকপ্রশাসন বিভাগের সাবেক শিক্ষার্থী ফারহান সাদিক সাজু বলেন, “দেশের প্রায় সব বিশ্ববিদ্যালয়েই সমাবর্তন হয়েছে, কিন্তু আমরা বঞ্চিত ছিলাম। এই খবর আমাদের জন্য সত্যিই গর্বের।”

ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সাবেক শিক্ষার্থী শাকিল বলেন, “সমাবর্তনে অংশ নিতে পারব ভেবে বুক ভরে গেছে। এটি আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য বড় প্রাপ্তি।”

বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার ড. মো. হারুন-অর রশিদ বলেন, ‘প্রথম সমাবর্তনকে কেন্দ্র করে অধ্যাপক ড. তাজুল ইসলামকে আহবায়ক এবং পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. জাহিদ হোসেনকে সদস্য সচিব করে মূল কমিটিসহ কয়েকটা সাব-কমিটি করে দেওয়া হয়েছে। আমরা আশা করি, ডিসেম্বরের মধ্যে সমাবর্তন সম্পন্ন হবে।’