
বেরোবি প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়(বরোবি) শাখা ছাত্রদলের সদস্য ফরম বিতরণ ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২০ জুলাই) বিকাল ৩ টায় বেরোবি প্রধান ফটক সংলগ্ন আবু সাঈদ চত্বর কর্মীসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি এম এম মুসা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম- সাধারণ সম্পাদক সালেহ মোঃ আদনান ও তাইজুল ইসলাম খান।
বেরোবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মোঃ আল আমিনের সভাপতিত্বে এবং সদস্য সচিব মোঃ রাশেদ মন্ডলের সঞ্চালনায় ছাত্রদলের কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ এই কর্মসূচিতে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।
ছাত্রদলের ফরম সংগ্রহ করতে আসা শিক্ষার্থী ফারহান ফারুকী তার অনুভূতি প্রকাশ করে বলেন,আমি ছাত্রদলের ফরম নিতে পেরে অত্যন্ত গর্বিত ও আবেগাপ্লুত। আজ থেকে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও দর্শনের পথ ধরে একটি বৃহৎ সংগ্রামের অংশ হয়ে গেলাম, একটি গণতান্ত্রিক আন্দোলনের পথে নিজেকে যুক্ত করলাম। দেশে চলমান অন্যায়, দুর্নীতি, এবং দেশের অভ্যন্তরীণ যেকোন ষড়যন্ত্রের বিরুদ্ধে শিক্ষার্থী পক্ষে থেকে প্রতিবাদ করতে চাই।
ছাত্রদলের মূলনীতি হলো: শিক্ষা, ঐক্য, প্রগতি। এই নীতিগুলো আমাকে অনুপ্রাণিত করেছে। আমি বিশ্বাস করি, শিক্ষার আলোয় আলোকিত হয়ে, ঐক্যবদ্ধ শক্তির মাধ্যমে দেশের এবং শিক্ষার্থীদের প্রগতি নিশ্চিত করা সম্ভব। এই নীতিগুলো বাস্তবায়নের মাধ্যমেই একটি সুন্দর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়া সম্ভব।ছাত্রদল শুধু একটি রাজনৈতিক সংগঠন নয়, এটি একটি আদর্শিক পরিবার। এখানে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে দেশের জন্য ভাবা হয়, গণতন্ত্রের জন্য লড়াই করা হয়, এবং সাধারণ ছাত্রদের কণ্ঠস্বর তৈরি করা হয়। ছাত্রদলের “শিক্ষা, ঐক্য, প্রগতি”এই তিনটি মূলনীতিই আমাকে সবচেয়ে বেশি আকর্ষণ করেছে। আমি মনে করি, এই আদর্শিক জায়গাটাই আমাকে সবচেয়ে বেশি টেনেছে।
শাখা ছাত্রদলের আহ্বায়ক মোঃ আল আমিন বলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার আয়োজনে সদস্য ফরম বিতরণ করা হচ্ছে। আমাদের উদ্দেশ্য বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী বান্ধব, পরিচ্ছন্ন ছাত্ররাজনীতি এবং গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখা। এখানে রাজনীতি সচেতন শিক্ষার্থীরা, যারা ছাত্রদলের রাজনীতি করতে চায়, তারা সানন্দে সদস্য ফরম গ্রহণ করছেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদে সহ-সভাপতি এম এম মুসা বলেন, সাধারণ শিক্ষার্থীদের মধ্যে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে ৩৮টি টিম করে ছাত্রদের মাঝে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি কাজ করছে৷ তার ধারাবাহিকতায় ছাত্রদল বেরোবিতে সদস্য ফরম বিতরণ কর্মসূচি পালন করছে৷ প্রতিষ্ঠার পর থেকে ছাত্রদল দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাচ্ছে৷ ফরম বিতরণ মাধ্যমে শিক্ষার্থীদের জাতীয়তাবাদী ছাত্রদলের পতাকাতলে স্বাগতম জানাচ্ছি।
বেরোবি শাখা ছাত্রদলের উদীয়মান নেতা রিফাত হোসেন রাফি বলেন, বিগত ফ্যাসিস্ট আমলের কথা মনে পরলে আজও গা শিউরে ওঠে। সুদূর ৩৫০ কিলোমিটার দূর থেকে এসে বিশ্ববিদ্যালয়ে একটিবারের জন্যও একা মনে হয়নি, শাখা ছাত্র দলের আহ্বায়ক আল আমিন ভাই আমাদের শুধু নেতা নয় উনি অভিভাবক হিসেবে মতো আগলে রেখেছে, কিন্তু তার বিদায়ের কথা আসলে হৃদয়ে কষ্টের ঝর উঠে যায়, ছাত্রলীগের নির্যাতনে দিনগুলোতে তিনি আমাদের পাশে থেকেছে। তার নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের ব্যানারে জাতীয়তাবাদের শক্তি প্রতিষ্ঠা করেছে।
উদীয়মান এ নেতা আরো বলেন, আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দকে বলতে চাই, ৫ ই আগস্টের আগে আমরা যারা জাতীয়তাবাদের শক্তি প্রতিষ্ঠার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের ব্যানারে আমাদের যারা ছাত্রলীগের রক্তচক্ষু উপেক্ষা করে রাজনীতি করেছি। তাদেরকে মূল্যায়ন করুন,নব্য হাইব্রিডদের দলে জায়গা দিলে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি কোনা যা আমাদের রক্তে রঞ্জিত তাদের সাথে এটা ঘোর অন্যায় করা হবে৷ কেন্দ্রীয় ছাত্রদলের নেতৃবৃন্দের প্রতি আহ্বান থাকবে হাইব্রিডরা নেতারা যেন কোন ভাবে দলে জায়গা না দেওয়া হয়। আমি নিজে ২৪ এর জুলাই গনঅভ্যুত্থানে রক্ত দিয়েছি জাতীয়তাবাদের শক্তি প্রতিষ্ঠার লক্ষ্যে হাসিনার পতনের মাধ্যমে, রক্ত লাগলে আবার দিব তবুও হাইব্রিডদের বিশ্ববিদ্যালয়ে জায়গা দিব না।
কর্মসূচিতে বেরোবি শাখা ছাত্রদলের আহ্বায়ক ও সদস্য সচিবের বিদায় সম্মাননা স্মারক প্রদান করা হয়৷ এছাড়া ফরম বিতরণ এবং জমাদান আগামী ২৩ জুলাই বুধবার পর্যন্ত চলমান থাকবে।