
বেরোবি প্রতিনিধি,
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) পরিসংখ্যান, পদার্থবিজ্ঞান ও মার্কেটিং বিভাগের সংঘর্ষের ঘটনায় হামলাকারী ৮ শিক্ষার্থীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার (১৩ অক্টোবর) সাম্প্রতিক সময়ে বিশ্ববিদ্যালয়ের আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টকে ঘিরে পরিসংখ্যান বিভাগ ও মার্কেটিং বিভাগের মধ্যে দ্বন্দ্ব কেন্দ্র করে মার্কেটিং বিভাগের কিছু শিক্ষার্থী পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থীদের উপর অতর্কিত হামলা করে। এদিকে পরিসংখ্যান বিভাগের বন্ধুকে মারধর থেকে বাঁচাতে গিয়ে উলটো হামলার শিকার হন পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ইউসুফ।
এ ঘটনা তীব্র আকার ধারণ করলে বিশ্ববিদ্যালয় প্রশাসন জরুরি সিন্ডিকেট আয়োজন করে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির গঠন করা হয়। তিন বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত থাকেন।পরে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে রাত সাড়ে ৩ টায় মার্কেটিং বিভাগের ৮ জন শিক্ষার্থীকে অনির্দিষ্টকালের জন্য বহিষ্কার করেন বিশ্ববিদ্যালয় উপাচার্য মো. শওকাত আলী।
বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন, সাফায়েত শুভ (১৬ ব্যাচ)শাহরিয়ার অপু (১৬ ব্যাচ), সজীব (১৬ব্যাচ), সৌরভ (১৬ ব্যাচ), নাজমুজ সাকিব (১৬ব্যাচ), রোহান সরকার রোহান (১৬ব্যাচ ), জিহাদ (১৬ব্যাচ), আশরাফুল (১৪ব্যাচ)
বিষয়টি তদন্তাধীন থাকায় বহিস্কৃতের তালিকা কমতে বা বাড়তে পারে বলেও জানান উপাচার্য।