
বেরোবি প্রতিনিধি,
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে প্রথমবারের মতো বড় পর্দায় (বিগ স্ক্রিনে) সিনেমা প্রদর্শন করা হয়েছে। রোববার (৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে প্রদর্শিত হয় ‘উৎসব’ সিনেমা। পুরো আয়োজনটির উদ্যোগ নেয় বিশ্ববিদ্যালয়ের ১৫তম ব্যাচের শিক্ষার্থীরা।
প্রতিবছরের মতো এবারের ৩ সেপ্টেম্বর ছিল ১৫তম ব্যাচের ব্যাচ ডে। ২০২৩ সালের ৩ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ২০২২–২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা (১৫তম ব্যাচ) প্রথম ক্লাস অরিয়েন্টেশনের মধ্য দিয়ে তাদের যাত্রা শুরু করে। সেই দিনটিকে স্মরণীয় করে রাখতে তারা আয়োজন করে ভিন্নধর্মী এই অনুষ্ঠান। উল্লেখযোগ্য বিষয় হলো—সিনেমাটি শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে প্রদর্শন করা হয়।
এই আয়োজনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ প্রায় এক হাজার দর্শক উপস্থিত ছিলেন, যা অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করে তোলে।
আয়োজক দলের আহ্বায়ক নিলাদ্র মোহাইমিন বলেন, “বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো বড় পর্দায় সিনেমা প্রদর্শন করতে পেরে আমরা সত্যিই আনন্দিত। আমরা চাই, প্রতি বছরই এ ধরনের কিছু না কিছু আয়োজন করতে।”
অনুষ্ঠানে উপস্থিত দর্শক অভিজিৎ জানান, “বিশ্ববিদ্যালয়ের মাঠে বন্ধুদের সঙ্গে বসে সিনেমা দেখার অভিজ্ঞতা সত্যিই অসাধারণ। সবচেয়ে ভালো লেগেছে যে এটা সম্পূর্ণ বিনামূল্যে হয়েছে। এটা আমাদের ক্যাম্পাস জীবনের স্মৃতিতে বিশেষ জায়গা করে নেবে।”
শিক্ষার্থীদের অংশগ্রহণে জমজমাট হয়ে ওঠে অনুষ্ঠানটি। বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের বিনোদন ও পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধিতে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।