
বেরোবি প্রতিনিধি।।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলীকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) খণ্ডকালীন সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আদেশ, ১৯৭৩ (“রাষ্ট্রপতির আদেশ নং ১০, ১৯৭৩”) এর ৪(১)(গ) ও ৪(৪) ধারার বিধান অনুযায়ী কমিশনের গৃহীত সিদ্ধান্তের ভিত্তিতে এই মনোনয়ন প্রদান করা হয়েছে। চলতি বছরের ৫ অক্টোবর থেকে পরবর্তী দুই বছরের জন্য তিনি ইউজিসির খণ্ডকালীন সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।
মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী নিজেই বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, “এটি শুধু আমার জন্য নয়, বরং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের জন্যও একটি মর্যাদার বিষয়। আমি চেষ্টা করব এই দায়িত্ব যথাযথভাবে পালন করতে।”
উল্লেখ্য, প্রফেসর ড. মো. শওকাত আলী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের অধ্যাপক। তিনি গত বছরের ১৮ সেপ্টেম্বর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে যোগদান করেন।