
বেরোবি প্রতিনিধি,
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের ক্যাম্পাস রেডিওতে স্বেচ্ছাসেবক হিসেবে যোগদান করা শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (০৭ জুলাই, ২০২৫) বিকেলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত পরিচিতি পর্ব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। ক্যাম্পাস রেডিও’র কার্যক্রমের সঙ্গে স্বেচ্ছাসেবক হিসেবে যোগদান করা শিক্ষার্থীদের অভিনন্দন জানান তিনি। এ সময় উপাচার্য বলেন, ক্যাম্পাস রেডিওতে বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক সকল জনমতের প্রতিফলন থাকতে হবে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেয়ার ক্ষেত্রে উদ্ভাবনী জ্ঞান ও ধারণাকে সাদরে গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, সহশিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে ক্যাম্পাস রেডিও’র সঙ্গে কাজ করা শিক্ষার্থীদের যোগাযোগ দক্ষতাকেও সমৃদ্ধ করবে।
বেরোবি ক্যাম্পাস রেডিও-এর পরিচালক ড. মোছাঃ সিফাত রুমানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ ইলিয়াছ প্রামানিক ও রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর রশিদ। শুভেচ্ছা বিনিময় ও পরিচিতি পর্ব অনুষ্ঠানে ক্যাম্পাস রেডিও পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ ও স্বেচ্ছাসেবক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।