বিনোদন ডেস্কঃ মঞ্চ, টিভি নাটক ও চলচ্চিত্রে বরেণ্য অভিনেত্রী ফেরদৌসী মজুমদার। একসময় টেলিভিশন নাটক ও সিনেমায় নিয়মিত অভিনয় করলেও এখন আর তাঁকে এসব মাধ্যমে খুব একটা দেখা যায় না। তবে প্রাণের জায়গা মঞ্চনাটকে মাঝেমধ্যে অভিনয় করেন তিনি। বেশ বিরতির পর মঞ্চনাটকে অভিনয় করেছেন তিনি।গতকাল শুক্রবার সন্ধ্যায় বেইলি রোডের মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে মঞ্চায়ন হয় তাঁর অভিনীত নাটক ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’।
সৈয়দ শামসুল হকের কালজয়ী নাটকটি মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত হয়েছে। ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ প্রথম মঞ্চে নির্দেশনা দিয়েছিলেন আবদুল্লাহ আল-মামুন। পরে থিয়েটার প্রযোজিত নাটকটিতে নতুন করে নির্দেশনা দেন সুদীপ চক্রবর্তী।
ফেরদৌসী মজুমদার বলেন, ‘মঞ্চে ফেরার আনন্দই অন্যরকম। গতকাল নাটকটির ২১০তম প্রদর্শনী হয়েছে। ১৯৭৬ সালে এই ঢাকার মহিলা সমিতি মঞ্চে প্রথম অভিনীত হয়েছিল কালজয়ী এ কাব্যনাট্যটি। সেই থেকে নাটকটি দর্শক দেখছেন। তারুণ্যে এ নাটকে কাজ শুরু করেছিলাম, আর এখন প্রায় বৃদ্ধা। এর মধ্যে ২০০টি প্রদর্শনীতে অভিনয় করেছি। অনেক দিন নাটকটি মঞ্চায়ন হলো। এবারের শোতেও দর্শকের ভালোবাসা পেয়েছি।
ফেরদৌসী মজুমদার ছাড়াও বর্তমানে এ নাটকে অভিনয় করছেন কেরামত মওলা, তোফা হোসেন, ত্রপা মজুমদার, মারুফ কবির, পরেশ আচার্য, সমর দেব, খুরশিদ আলম, নুরুল ইসলাম, রাশেদুল আওয়াল, জোয়ারদার সাইফ, তামান্না ইসলাম, রুনা লাইলা, তানভীর হোসেন সামদানীসহ অনেকে।
প্রসঙ্গত, চলতি বছরের শুরুতে ‘ধূসর’ নামে একটি নাটকে অভিনয়ের মাধ্যমে মঞ্চে বছর শুরু করেছিলেন তিনি। আগন্তুক নাট্য সম্প্রদায়ের আয়োজনে ‘এক গুচ্ছ গল্প’ আসরে ওই নাটকে তাঁকে দেখা গেছে।