
শামীম রেজা গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে অবৈধ নিয়োগ বাতিলের দাবীতে বৈষম্য বিরোধী চাকুরী প্রত্যাশী পরিষদ ও ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের যৌথ উদ্যোগে ইসলামী ব্যাংক গোবিন্দগঞ্জ শাখার সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানব বন্ধনে বক্তব্যে রাখেন বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা মাজহারুল ইসলাম, মিল্লাত হোসেন, এনামুল হক ও গ্রাহক রেজাউল করিম প্রমুখ। মানব বন্ধনে বক্তারা বলেন, ২০১৭ থেকে ২০২৪ পর্যন্ত ব্যাংক লুটেরা ও মাফিয়া এস আলম কর্তৃক অবৈধ ভাবে নিয়োগকৃত অদক্ষ কর্মকর্তাদের অনতিবিলম্বে ছাঁটাই করতে হবে।তাছাড়া ব্যাংক সহ ব্যাংকিং সেক্টরে বিশেষ অঞ্চলের একচ্ছত্র অবৈধ নিয়োগ বাতিল করে অবিলম্বে মেধাভিত্তিক নিয়োগ প্রদান করতে হবে। বক্তারা আরো বলেন অভিযুক্ত কোন কর্মকর্তাকে ব্যাংকে প্রবেশ করতে দেয়া হবে না। সেই সাথে তাদের সকল ষড়যন্ত্র প্রতিহত করা হবে।