
জাতির সংবাদ ডটকম।।
বিশিষ্ট আইনজ্ঞ, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এবং এবি পার্টির সাবেক প্রধান উপদেষ্টা ব্যারিস্টার আব্দুর রাজ্জাক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ রোববার বিকেল ৪.৩০ টায় রাজধানীর একটি বেসরকারী হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, এক কন্যা, নাতি নাতনীসহ বহু স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
এক শোক বার্তায় তাঁরা বলেন, জনাব আব্দুর রাজ্জাক ছিলেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এবং এবি পার্টির প্রতিষ্ঠাতা প্রধান উপদেষ্টা। তিনি আশির দশকের পর থেকে সুপ্রিম কোর্টে সুনামের সঙ্গে আইন পেশায় জড়িত ছিলেন। বাংলাদেশের বহু গুরুত্বপূর্ণ মামলা পরিচালনা করে তিনি আইনের শাসন প্রতিষ্ঠায় উল্লেখযোগ্য অবদান রাখেন। ব্যক্তিগত জীবনে মিস্টভাষী ও সমাজ পরিবর্তনে আকাঙ্ক্ষী জনাব রাজ্জাক অত্যন্ত স্পষ্টবাদী মানসিকতার প্রখর ব্যক্তিত্বসম্পন্ন মানুষ ছিলেন।
শোক বার্তায় এবি পার্টি নেতৃবৃন্দ বলেন জনাব আব্দুর রাজ্জাকের মৃত্যুতে বাংলাদেশের আইনঅঙ্গনের অপুরনীয় ক্ষতি হলো। বিচার বিভাগের স্বাধীনতা ও ন্যায়বিচার সমুন্নত করতে তাঁর অবদানের কথা চিরস্মরনীয় হয়ে থাকবে।
নেতৃবৃন্দ তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। তাঁর শোক সন্তপ্ত পরিবারের সদস্য, স্বজন, শুভাকাঙ্ক্ষী ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।