ক্রীড়া ডেস্ক: দক্ষিণ কোরিয়া ও জাপানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলতে স্কোয়াড ঘোষণা করেছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। এই দুই ম্যাচে ব্রাজিলের জাতীয় দলে ফিরেছেন ভিনিসিয়ুস জুনিয়র ও রদ্রিগো। চলতি মাসে দক্ষিণ কোরিয়া ও জাপানের বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
এই দুই ম্যাচের জন্য ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন কোচ আনচেলত্তি। তবে ভক্তদের জন্য সুখবর হল দলে ফিরেছেন রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়ুস ও রদ্রিগো। রিয়ালে এ মৌসুমে নিয়মিত ম্যাচ খেলার সুযোগ না পেলেও স্কোয়াডে ঠিকই সুযোগ পেয়ে গেছেন রদ্রিগো।
এদিকে ব্রাজিলের জার্সিতে সবশেষ ২০২৩ সালের অক্টোবরে মাঠে নেমেছিলেন নেইমার। এর পর থেকে ক্রমাগত চোট ও ফিটনেস সমস্যার কারণে জাতীয় দলের বাইরে রয়েছেন সান্তোস ফরোয়ার্ড। আগামী নভেম্বরে প্রীতি ম্যাচের জন্য তাকে দলে ফেরানো হবে কী না সেটাও এখনো নিশ্চিত নয়।
রদ্রিগোকে ফেরানোর বিষয়ে আনচেলত্তি বলেছেন, ‘সে ফিরেছে কারণ, সে বেশি খেলার সময় না পেলেও যতবারই (মাঠে) নেমেছে, খুব ভালো করেছে। ব্রাজিলের অন্য খেলোয়াড়দের মতো তার ফিটনেসও ভালো বলে জানিয়েছেন তিনি।’
চোটের কারণে আনচেলত্তির এই স্কোয়াডে জায়গা হয়নি বার্সেলোনা তারকা রাফিনিয়ার। একই কারণে বাদ পড়েছেন পিএসজি সেন্টার ব্যাক মারকিনিওস ও লিভারপুল গোলকিপার আলিসন বেকার। দীর্ঘ সময়ের চোট কাটিয়ে জাতীয় দলে ফেরার ডাক পেয়েছেন ডিফেন্ডার এদের মিলিতাও। স্ট্রাইকার পজিশনে বোতাফোগো থেকে গত জুলাইয়ে নটিংহাম ফরেস্টে যোগ দেওয়া ইগর জেসুস ডাক পেয়েছেন। ইংলিশ ক্লাবটির হয়ে দুই ম্যাচে একাদশের হয়ে মাঠে নেমে চার গোল করেছেন জেসুস।
চলতি মাসের ১০ অক্টোবর দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হওয়ার চার দিন পর টোকিওতে জাপানের মুখোমুখি হবে ব্রাজিল।
ব্রাজিল স্কোয়াড
গোলকিপার: এদেরসন (ফেনেরবাচে), বেন্তো (আল নাসর) ও হুগো সউজা (করিন্থিয়ান্স)।
ডিফেন্ডার: কার্লোস অগুস্তো (ইন্টার মিলান), এদের মিলিতাও (রিয়াল মাদ্রিদ), কাইও হেনরিক (মোনাকো), ভ্যান্ডারসন (মোনাকো), ডগলাস সান্তোস (জেনিত), ফ্র্যাব্রিসিও সান্তোস (ক্রুজেইরো), গ্যাব্রিয়েল মাগালায়েস (আর্সেনাল), বেরালদো (পিএসজি) ও ওয়েসলি (রোমা)।
মিডফিল্ডার: আন্দ্রে (উলভারহ্যাম্পটন), ব্রুনো গিমারেজ (নিউক্যাসল), জোয়েলিংটন (নিউক্যাসল), কাসেমিরো (ম্যানচেস্টার ইউনাইটেড), হোয়াও গোমেজ (উলভারহ্যাম্পটন) ও লুকাস পাকেতা (ওয়েস্ট হাম)। ফরোয়ার্ড: এস্তেভাও (চেলসি), গ্যাব্রিয়েল মার্তিনেল্লি (আর্সেনাল), ইগর জেসুস (নটিংহাম ফরেস্ট), লুইজ হেনরিক (জেনিত), ম্যাথিয়াস কুনিয়া (ম্যানচেস্টার ইউনাইটেড), রিচার্লিসন (টটেনহাম), রদ্রিগো (রিয়াল মাদ্রিদ) ও ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ)।