
মো:রায়হান মিয়া ।।
ব্রাহ্মণবাড়িয়া সরাইলে এক নয় বছরের শিশুকে হত্যা করে পালিয়েছে দুর্বৃত্তরা। সরাইল থানা শাহবাজপুর ছন্দু মিয়া পাড়ার একটি মসজিদের পাশে আজ ৬ জুলাই রবিবার সকাল আনুমানিক ৬:০০ ঘটিকার সময় শিশুটির লাশ দেখতে পায় এলাকাবাসী।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে,জানা গেছে গতকাল বিকেলে ছন্দু মিয়া পাড়ার প্রবাসী রাজ্জাক মিয়ার শিশু কন্যা ময়না আক্তার (৯) নামে মেয়েটি হারিয়ে যায়। অনেক খুঁজাখুজি করেও মেয়েটিকে পাওয়া যায়নি,পরে আজ সকালে শিশুটির লাশ হাবলি পাড়া জামে মসজিদের ২য় তলায় হাটিয়ার পাশে এলাকাবাসী দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।সরাইল থানার অফিসার ইনসার্চ মো: আসলাম হোসেন মোবাইল ফোনে জানান ঘটনাস্থল থেকে শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে,প্রাথমিক তদন্তে কিছু পাওয়া গেছে কিনা প্রশ্নের জবাবে তিনি বলেন তদন্ত চলছে, পোস্টমর্টেম করার পর জানা যাবে,শিশুটি পরিবার কাউকে সন্দেহ করে কোন অভিযোগ জানিয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন এখনো কোন সন্দেহ করা কোন নাম তাদের দেওয়া হয়নি,তিনি আরও জানান তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত গ্রেফতার করে বিচারের ব্যবস্তা করা হবে। এদিকে শিশুটির পরিবার ও এলাকাবাসীর দাবি এই হত্যাকান্ডের প্রকৃত রহস্য উদঘাটন করে দোষীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা।