স্টাফ রিপোর্টার;
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) সংসদীয় আসনে মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির নির্বাহী সদস্য কবির আহমেদ ভূঁইয়া।
প্রাথমিকভাবে ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ৯০ বছর বয়সী মুশফিকুর রহমানকে মনোনয়ন দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছিল। এ নিয়ে বেশ আলোচনা-সমালোচনা ও প্রতিবাদ হয়েছে এলাকায়। যার ফলে এই আসনে প্রার্থী পরিবর্তন করে কবীর আহমেদ ভূঁইয়াকে মনোনয়ন দেওয়া হয়েছে।
আখাউড়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আখাউড়া-আগরতলা সড়কের নারায়ণপুর বাইপাস এলাকায় এ কর্মসূচি পালিত হয়। মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা সরাসরি অংশগ্রহণ করেন এবং দলীয় মনোনয়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও ন্যায়পরায়ণতা নিশ্চিত করার দাবি জানানো হয়।
দলের কঠিন সময়ে তৃণমূল নেতাকর্মীদের পাশে থেকে সাহস জোগানোর পাশাপাশি কসবা ও আখাউড়া জুড়ে বিএনপির তৃণমূল সংগঠনকে নতুন করে উজ্জীবিত করছেন তিনি।
দীর্ঘ রাজনৈতিক জীবনে আলহাজ্ব কবির আহমেদ ভূঁইয়া বিএনপির বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন। গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের একজন অগ্রণী মুখ হিসেবে দুঃসময়ে দলীয় কার্যক্রম চালিয়ে গেছেন নির্ভীকভাবে।