জাতির সংবাদ ডটকম।।
বাংলাদেশ কল্যাণ পার্টি খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ২৫ ডিসেম্বর ‘বড় দিন’ উপলক্ষ্যে খ্রিস্টান সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন ।
সোমবার বিকেলে এক বিবৃতিতে বাংলাদেশ কল্যাণ পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: শামসুদ্দিন পারভেজ দলের পক্ষে এ শুভেচ্ছা জানান।
খ্রিস্টান সম্প্রদায়কে বড়দিনের শুভেচ্ছা জানিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বাংলাদেশসহ সারা বিশ্বের খ্রিস্টান ধর্মাবলম্বীগণকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।
বাংলাদেশের জনগণ সব সম্প্রদায়ের ধর্মীয় বিশ্বাস ও আবেগ অনুভূতির প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল। আর এই কারণেই এ দেশের সব সম্প্রদায়ের মানুষ সুখে শান্তিতে বসবাস করে আসছে।
বাংলাদেশের সব সম্প্রদায়ের মানুষের ধর্মীয় অধিকার ও স্বাধীনতা সংবিধান কর্তৃক সংরক্ষিত বলেও তিনি মন্তব্য করেন।
বিবৃতিতে খ্রিস্টান সম্প্রদায়ের প্রতি শান্তি ও কল্যাণ কামনা করে তিনি আরো বলেন, এ দেশে ধর্ম নিয়ে কোনও হানাহানি ও বিদ্বেষ নেই। আমরা সকলেই সকলের ধর্মীয় বিশ্বাস ও আবেগ-অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল। সকলে মিলেমিশেই দেশকে উন্নতি ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেতে হবে।
-প্রেস বিজ্ঞপ্তি