জাতির সংবাদ ডটকম।।
প্রবল বর্ষণ আর ভারত থেকে আসা ঢলের পানিতে ভয়াবহ বন্যাকবলিত ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুরের বন্যা দুর্গত এলাকায় জরুরী উদ্ধার ও ত্রাণ তৎপরতা জোরদারের আহ্বান জানিয়েছে খেলাফত মজলিস। আজ প্রদত্ত এক যৌথ বিবৃতিতে খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বন্যাদুর্গত মানুষের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, টানা বর্ষণ আর ভারত থেকে আসা পাহাড়ী ঢলে ফেনীর ফুলগাাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলা স্বল্প সময়ের ব্যবধানে ডুবে যায়। প্রবল স্রোতের তোড়ে রাস্তাঘাট, ঘরবাড়ী ভেসে যাচ্ছে। সেখানে জরুরী ভিত্তিতে উদ্ধার ও ত্রাণ তৎপরতা চালানো দরকার। ইতোমধ্যে সেনাবাহিনী, বিজিবি উদ্ধার তৎপরতায় যোগ দিয়েছে। খেলাফত মজলিসও উদ্ধার ও ত্রাণ তৎপরতা শুরু করেছে। স্থানীয় প্রশাসনের সাথে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও ব্যক্তিকে উদ্ধার ও ত্রাণ তৎপরতায় ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান।