জাতির সংবাদ ডটকম।।
ভারতের বিপক্ষে স্মরণীয় ও গৌরবময় জয়ের জন্য বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)–র চেয়ারম্যান জনাব মজিবুর রহমান মঞ্জু এবং সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে বলেন, বাংলাদেশ দলের এই ঐতিহাসিক জয় শুধু একটি ফুটবল ম্যাচের সাফল্য নয়, এটি সমগ্র জাতিকে নতুন করে উজ্জীবিত ও অনুপ্রাণিত করেছে। তারা উল্লেখ করেন যে খেলোয়াড়দের অসাধারণ আত্মবিশ্বাস, শৃঙ্খলা, দৃঢ় মনোবল ও অবিচল লড়াই আজকের এই বিজয়কে সম্ভব করেছে। এই জয় বাংলাদেশের ফুটবলের অগ্রযাত্রায় নতুন এক অধ্যায় সূচনা করবে বলেও তারা দৃঢ় বিশ্বাস প্রকাশ করেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ জাতীয় দলের সকল খেলোয়াড়, কোচিং স্টাফ, টিম ম্যানেজমেন্ট এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানান। তারা বলেন, দেশের ফুটবলে যে ইতিবাচক ধারা তৈরি হয়েছে, ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ আরও সাফল্য অর্জন করবে,এমনটাই প্রত্যাশা এবি পার্টির।
নেতৃবৃন্দ জাতীয় দলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং দেশের ক্রীড়াঙ্গনকে বিশ্বমানের পর্যায়ে উন্নীত করতে সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।