জাতির সংবাদ ডটকম।।
আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে ভারত সীমান্তে নিয়মিত নিরীহ বাংলাদেশি নাগরিকদের হত্যা করছে বলে অভিযোগ করেছেন লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, সীমান্ত হত্যার মহোৎসব চালিয়ে ভারত প্রমান করেছে তারা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করে না। তাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উচিত আন্তর্জাতিক সীমান্ত আইন লংঘন, হত্যার বন্ধে জাতিসংঘের হস্তক্ষেপ ও আন্তর্জাতিক আদালতে মামলা করা।
তিনি আজ (শুক্রবার) বিকাল ৪টায় নয়া পল্টন দলীয় কার্যালয়ে বাংলাদেশ ছাত্র মিশন ঢাকা মহানগর সামনে আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
লেবার পার্টির চেয়ারম্যান বলেন, ভারত সংখ্যালঘু নির্যাতনের ধুঁয়া তুলে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা করছে। পশ্চিম বঙ্গের বিজেপি নেতা সুবেন্দু অধিকারী ও আরএসএস জঙ্গিরা পরিকল্পিত ভাবে দাঙ্গা বাধিয়ে ঘোলাপানিতে মাছ শিকারে লিপ্ত। ভারতীয় আধিপত্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে আল্টিমেটাম দিতে হবে। অবিলম্বে ফারাক্কা, তিস্তা, টিপাইমুখ ও ফেনী নদীর পানি বন্টন সমস্যার সমাধানে কার্যকর উদ্যোগ নিতে হবে। অবৈধ ভারতীয়দের গ্রেফতার করে বিচার ও ফেরত পাঠাতে হবে। অশ্লীল টিভি চ্যানেল বন্ধ করতে হবে।
বিজয়ের মাসে ভারতীয় পররাষ্ট্র সচিবের বাংলাদেশে অবস্থান কালে পঞ্চগড় ও লালমনিরহাটে বাংলাদেশী নাগরিক হত্যার তীব্র নিন্দা জানিয়ে ডাঃ ইরান বলেন, ‘সীমান্তে চোরাচালান বন্ধে হত্যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটা মানবতাবিরোধী হত্যাকাণ্ড। বিএসএফের সহযোগিতা ছাড়া চোরাচালান সম্ভব না। ভারত আন্তর্জাতিক সব রীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বাংলাদেশি নাগরিক হত্যা অব্যাহত রেখেছে। আন্তর্জাতিক আদালতে সীমান্তে হত্যার দায়ে মামলা করতে হবে।
মহানগর ছাত্রমিশনের আহবায়ক রায়হান উদ্দিন সনির সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ছাত্র মিশনের কেন্দ্রীয় সভাপতি সৈয়দ মোঃ মিলন, বিশেষ অতিথি লেবার পার্টির প্রচার সম্পাদক মোঃ মনির হোসেন খান। বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র মিশন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ নাজমুল ইসলাম মামুন, কেন্দ্রীয় সদস্য মোহাম্মদ সিয়াম মোল্লা, দিদারুল ইসলাম, হাফিজুর রহমান।