জাতির সংবাদ ডটকম।।
গণআন্দোলন এবং পশ্চিমা বিশ্বের চাপের মুখে আওয়ামী লীগ সরকার দিশেহারা হয়ে ভারতীয় গণমাধ্যম ব্যবহার করে মিথ্যা প্রচারণা চালাচ্ছে অভিযোগ করে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম এর ভারপ্রাপ্ত মহাসচিব মোমিনুল আমিন বলেছেন, “ভারত জুজুর ভয় দেখিয়ে রক্ষা হবে না। জনগণ আপনাদের সাথে নেই।“ শুক্রবার (২৫ আগস্ট) বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে যুগপৎ কর্মসূচির আওতায় প্রতিবাদী অবস্থান কর্মসূচিতে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মোমিনুল আমিন বলেন ,“ভারতে নিযুক্ত দলকানা প্রেস মিনিষ্টারকে দিয়ে ভারতীয় একটি গণমাধ্যমে মনগড়া প্রচারণা চালিয়ে আওয়ামী লীগ তাঁদের নেতা-কর্মীদের উজ্জীবিত করার চেষ্টা করছে। এক দফা দাবির পক্ষে গণআন্দোলন দেখে এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করতে জাতিসংঘ এবং পশ্চিমা চাপে হতাশ আওয়ামী লীগ আজ দিল্লির আশায় বুক বেঁধেছে। তবে ভারতীয় রক্ষাকবচ সরকারকে গণবিষ্ফোরণ থেকে রক্ষা করতে পারবে না।“
তিনি বলেন, “নির্বাচনের আগে সরকার যেসব মেগাপ্রকল্প উদ্বোধন করতে যাচ্ছে তাঁর প্রত্যেকটির পেছনে দুর্নীতির গল্প রয়েছে। অব্যাহত লুটপাটে দেশের ব্যাংকগুলো আজ তারল্য সংকটে ভুগছে। বেক্সিমকো গ্রুপ, এস আলম গ্রুপগুলোর জন্য আওয়ামী লীগ সরকার এক দেশে দুই আইন নীতি গ্রহণ করছে। অনিয়মের ঋণ খেলাপির শীর্ষে এখন রাষ্ট্রীয় জনতা ব্যাংক।“
এনডিএম এর ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, “জাতীয় পার্টিকে পুতুলের মত ব্যবহার করে সরকার আরেকবার সংসদকে ক্রীড়ানক প্রতিষ্ঠানে পরিণত করতে চায়। নির্বাচনের আগে বিরোধী দলের নেতা-কর্মীদের নামে পুরানো মামলাগুলোকে সচল করা হচ্ছে। হয়রানি আর গ্রেফতারের পুরানো পথে হেঁটে ফ্যাসিবাদের চিরচেনা চেহারায় ফিরে এসেছে সরকার। তবে এই দানব শক্তির পতন আসন্ন। জনগণের বিজয় নিয়েই আমরা ঘরে ফিরব ইনশাআল্লাহ্”।
কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন এনডিএম এর সাংগঠনিক সম্পাদক লায়ন নুরুজ্জামান হীরা, যুগ্ম সাংগঠনিক সম্পাদক জাবেদুর রহমান জনিসহ যুব আন্দোলন এবং ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।