জাতির সংবাদ ডটকম।।
রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মুরাদ হোসেন সরকারকে গ্রেফতার করেছে পুলিশ। যৌন নির্যাতনের অভিযোগ ওঠা মুরাদ হোসেন সরকারকে সোমবার দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর কলাবাগানের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
লালবাগ থানার ওসি খন্দকার মোহাম্মদ হেলাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
ওসি বলেন, সন্ধ্যায় এক তরুণীর করা নারী নির্যাতন মামলায় মুরাদ হোসেনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) তাকে আদালতে তোলা হবে।
এর আগে, সোমবার রাতে কলেজের পরিচালনা কমিটির জরুরি সভায় শিক্ষক মুরাদ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়। গত শনিবার ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে আজিমপুর ক্যাম্পাসের দিবা শাখার জ্যেষ্ঠ শিক্ষক মুরাদ হোসেন সরকারকে প্রত্যাহার করে অধ্যক্ষের কার্যালয়ে সংযুক্ত করে কলেজ কর্তৃপক্ষ।
প্রায় এক দশক ধরে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিশু শিক্ষার্থীদের প্রাইভেট কোচিংয়ে নিয়ে যৌন নির্যাতনের অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।